এনবিএন ডেক্স: নওগাঁর মহাদেবপুরে গৃহবধু আমেনা (২৫) স্বামীর উপর অভিমান করে আত্য্রহত্যা করেছে। আমেনা মহাদেবপুর উপজেলার খাজুর ইউপির রাংতৈরীর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী এবং দুলালপুর গ্রামের আস মোহাম্মদের মেয়ে। খাজুর ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন জানান, গৃহবধু আমেনা সোমবার বিকেল ৩ টায় পারিবারিক কলহের জের ধরে বিষপ্রাণ করলে তাৎক্ষনিক মহাদেবপুর হাসপাতালে ভর্তি করানো হয় এবং বিকেল ৬টার দিকে তার মৃত্যূ হয়। এ ব্যাপারে ওসি মাহমুদুল আলম ঘটনাস’ল পরিদর্শন করেছেন। থানায় ইউডি মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …