23 Magh 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারী ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / নওগাঁয় ভূমিদস্যূ কর্তৃক ছাত্রলীগ নেতার জমি জবর দখল, স্থানিয় মাতবর প্রধানের মাধ্যমে উদ্ধার পুলিশি অভিযান অব্যাহত, এলাকায় উত্তেজনা

নওগাঁয় ভূমিদস্যূ কর্তৃক ছাত্রলীগ নেতার জমি জবর দখল, স্থানিয় মাতবর প্রধানের মাধ্যমে উদ্ধার পুলিশি অভিযান অব্যাহত, এলাকায় উত্তেজনা

এনবিএন ডেক্স:  নওগাঁ শহরস’ বাঙ্গাবাড়িয়া মৌজার এক ভূমিদস্যূ দীর্ঘদিন থেকে এক অসহায় ব্যক্তির জমি জবর দখল করে আসছিল। গত শনিবার স্থানীয় লোকজন ঐ ভূমিদস্যুর হাত থেকে জমি দখল করে ঐ অসহায় ব্যক্তিকে বুঝে দেয়। জানা যায় নওগাঁ সদরের ভূমিদস্যূ আব্দুল জব্বার (৬২), পিতা- মৃত- ওয়াসিম উদ্দীন, সাং- দাসকান্দি, বর্তমানে নওগাঁ শহরস’ বাঙ্গাবাড়িয়া মৌজায় বিহারী কলনী এলকায় বসবাস করেন। এলাকার বহু লোক জনের জমি ঐ ভূমিদস্যূ দখল করে রেখেছে বলে অভিযোগ রয়েছে। গত কাল শনিবার শহরস’ উকিলপাড়া নওগাঁ জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলী সরদারের মাত্র তিন শতক জমি ঐ ভূমিদস্যূর হাত থেকে এলাকাবাসী উদ্ধার করে জমির প্রকৃত মালিক জাহাঙ্গীর আলী সরদার কে বুঝে দেয়। অবস্থা বেগতিক দেখে ঐ ভূমিদস্যূ পুলিশের আশ্রয় নেয়। আজ বেলা ১২টার সময় পুলিশি ঘটনাস’লে গিয়ে জাহাঙ্গীর আলীকে খোঁজতে থাকে। এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এবিষয়ে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আহম্মেদ হাসমীর সঙ্গে সেলফোনে কথা বললে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। এবং ঐ পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …