এনবিএন ডেক্স: নওগাঁ শহরস’ বাঙ্গাবাড়িয়া মৌজার এক ভূমিদস্যূ দীর্ঘদিন থেকে এক অসহায় ব্যক্তির জমি জবর দখল করে আসছিল। গত শনিবার স্থানীয় লোকজন ঐ ভূমিদস্যুর হাত থেকে জমি দখল করে ঐ অসহায় ব্যক্তিকে বুঝে দেয়। জানা যায় নওগাঁ সদরের ভূমিদস্যূ আব্দুল জব্বার (৬২), পিতা- মৃত- ওয়াসিম উদ্দীন, সাং- দাসকান্দি, বর্তমানে নওগাঁ শহরস’ বাঙ্গাবাড়িয়া মৌজায় বিহারী কলনী এলকায় বসবাস করেন। এলাকার বহু লোক জনের জমি ঐ ভূমিদস্যূ দখল করে রেখেছে বলে অভিযোগ রয়েছে। গত কাল শনিবার শহরস’ উকিলপাড়া নওগাঁ জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলী সরদারের মাত্র তিন শতক জমি ঐ ভূমিদস্যূর হাত থেকে এলাকাবাসী উদ্ধার করে জমির প্রকৃত মালিক জাহাঙ্গীর আলী সরদার কে বুঝে দেয়। অবস্থা বেগতিক দেখে ঐ ভূমিদস্যূ পুলিশের আশ্রয় নেয়। আজ বেলা ১২টার সময় পুলিশি ঘটনাস’লে গিয়ে জাহাঙ্গীর আলীকে খোঁজতে থাকে। এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এবিষয়ে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আহম্মেদ হাসমীর সঙ্গে সেলফোনে কথা বললে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। এবং ঐ পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
Home / প্রতিবেদন / নওগাঁয় ভূমিদস্যূ কর্তৃক ছাত্রলীগ নেতার জমি জবর দখল, স্থানিয় মাতবর প্রধানের মাধ্যমে উদ্ধার পুলিশি অভিযান অব্যাহত, এলাকায় উত্তেজনা
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …