29 Boishakh 1432 বঙ্গাব্দ সোমবার ১২ মে ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / নওগাঁর পত্নীতলায় ল্যাপটপ ও প্রজেক্টরসহ দুই যুবককে থানা পুলিশ গ্রেফতার করেছে

নওগাঁর পত্নীতলায় ল্যাপটপ ও প্রজেক্টরসহ দুই যুবককে থানা পুলিশ গ্রেফতার করেছে

এনবিএন ডেক্স:  গত শনিবার বিকেল সাড়ে পাঁচটায় নওগাঁর পত্নীতলায় থানা পুলিশ চুরি যাওয়া একটি ল্যাপটপ, একটি প্রজেক্টর, একটি সাউন্ডক্স সহ ও একটি ট্রাংকসহ থানা পুলিশ প্রায় এক লাখ ৭৩ হাজার টাকার মালামাল উদ্ধার করেছে। যুবকদ্বয় হলো সাজু আহমেদ (২৭) ও মুনির হোসেন (২২)। এরা হলেন নজিপুর পৌর এলাকার বাদপুঁইয়া গ্রামের খবির উদ্দীন ও কাউছার এর পুত্র। উলেখিত মালামালগুলো গত ১৭ অক্টোবর পুঁইয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে চুরি যায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুস আলী জানান, উলেখিত তারিখ রাতে স্কুলের ৪টি তালা ও আলমিরা ভেঙ্গে উক্ত মালামালগুলি চুরি যায়। এ বিষয়ে থানায় গত ১৮ অক্টোবর মামলা হয়। যার নং-২৪। ধারা ৪৫৭/৩৮০/৪১১ মামলার তদনত্ম অফিসার সাইফুল ইসলাম জানান, গত শুক্রবার আড়ানগর ইউনিয়নে কম্পিউটার একজন চোর ধরা পড়ে। ধৃত ব্যক্তির নিকট পুঁইয়া বিদ্যালয় থেকে চুরি যাওয়া কম্পিউটার বিষয়ে তথ্য পাওয়া যায়। এই তথ্য মোতাবেক তারা বিদ্যালয়ের শিক্ষক , পৌর কাউন্সিলর ও এলাকাবাসীর সহায়তায় মুনির এর বাড়ির শয়ন কক্ষ থেকে ল্যাপটপ ও সাজুর বাড়ি থেকে বিকেল সোয়া সাড়ে পাঁচটায় প্রজেক্টর ও সাইন্ডক্স উদ্ধার করেন। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য একলাখ ৭৩হাজার টাকা বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুস আলী জানান।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …