22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / নওগাঁয় ৭টি ভারতীয় গরুসহ ৬ চোরাকারবারী আটক

নওগাঁয় ৭টি ভারতীয় গরুসহ ৬ চোরাকারবারী আটক

এনবিএন ডেক্স: গত বৃহস্পতিবার ভোররাতে (শুক্রবার) নওগাঁর পত্নীতলা উপজেলার শিহাড়া ইউপির আবাদপুর গ্রামের পাশের একটি মাঠ হতে সাতটি ভারতীয় অবৈধ্যভাবে আনা গরুসহ স’ানীয় জনতা ৬জন চোরাকারবারীকে আটক করে ইউনিয়ন পরিষদে সোপর্দ করে। চোরাইকৃত গরুর আনুমানিক মূল্য ২ লক্ষা টাকা। শিহাড়া ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত মোঃ রফিককের পরামর্শক্রমে ৪৬ বিজেবি ব্যাটিলিয়নের শিমুলতলী সীমান- ফাঁড়ির হাবিলদার সুলতানের নিকট আটককৃত চোরাকারবারী ও গরুগুলো হসত্মানত্মর করে। গরুসহ আটককৃত ব্যক্তিরা হলেন সাপাহার উপজেলার শিরন্টি গ্রামের নিখিল চন্দ্র বর্মণ (২৭), সোনাডাঙ্গা গ্রামের জাবের আলী (২৮), মমিরুল ইসলাম (১৮), তরিকুল ইসলাম (২২), রফিকুল ইসলাম (২৫) ও শরিফুল ইসলাম (৩০)। এ বিষয়ে পত্নীতলা থানায় একটি মামলা হয়েছে।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …