22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / নওগাঁর মহাদেবপুরে ২ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা

নওগাঁর মহাদেবপুরে ২ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে ২ সন্তানের জননী সাবিনা ইয়াসমিন কাজল(২৮)কে পাষন্ড স্বামী হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে  বৃহসপ্রতিবার রাত ১২ দিকে উপজেলার চেরাগপুর ইউপির চান্দা আলীপুর গ্রামে। থানা পুলিশ গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০ টায় লাশ উদ্ধার করে নওগাঁ মর্গে প্রেরন করেন। এব্যাপারে কাজলের পিতা আঃ সামাদ জানান, তার মেয়েকে কয়েক বছর আগে চান্দা আলীপুর গ্রামের মৃত কামাল হোসেনের পুত্র লুৎফর রহমানের সাথে বিবাহ দেন। বিবাহের ১ বছর পর থেকে কাজলের উপর নির্যাতন শুরু করে তার স্বামী। এর মধ্যে তাদের ২ সন-ানের জন্ম হয় এবং লুৎফর স্ত্রীর অনুমতি ছাড়ায় দ্বিতীয় বিবাহ করে। তারপর থেকে কাজলের উপর নির্যাতনের মাত্রা বেড়ে যায় । এর জের ধরে বৃহস্প্রতিবার রাতে তার স্বামী তাকে মারপিট করে মুখে বিষ দিয়ে আত্নহত্যার দাবী করে। এ বিষয়ে মহাদেবপুর থানার ওসি মাহমুদুল জানান, প্রাথমিক ভাবে কাজলকে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। তবে কাজলের ঘাতক স্বামী পালাতক রয়েছে তাকে গ্রেফতারের জোর চেষ্ঠা চলছে। এব্যাপারে কাজলের পিতা আঃ সামাদ একটি হত্যা মামলা দায়ের করেন।#

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …