এনবিএন ডেক্স: নওগাঁর মহাদেবপুরে এক কুখ্যাত মাদক ব্যবসায়ী সাইদুর রহমান (৪২) কে ২ বছরের কারাদন্ড প্রদান করেছেন ভ্রামম্যান আদালত। মহাদেবপুর থানার ওসি মাহমুদুল জানান, গতকাল শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এস,আই অর্পন দাস সঙ্গিয় ফোর্স সহ উপজেলার উত্তরগ্রাম ইউপির শিবরামপুর এলাকার একটি মাঠ থেকে সাইদুরকে ১০ পুরিয়া গাজা সহ গ্রেফতার করে। ঐদিন বিকেল ৪ টায় ভ্রামম্যান আদালত বসিয়ে সাক্ষ্য প্রমাণ গ্রহন শেষে ভ্রামম্যান আদালতের ম্যাজিষ্ট্রেট ইউএনও আখতারুজ্জামান সাইদুরের রহমানের ২ বছরের কারাদন্ড প্রদান করেন। এব্যাপারে উত্তরগ্রাম ইউপি চেয়ারম্যান শেখ শাআলম ফয়সাল জানান, সাইদুর রহমান চিহিৃত মাদক ব্যবসায়ী। তার নামে থানায় একাধিক অভিযোগ রয়েছে।
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …