26 Boishakh 1432 বঙ্গাব্দ শনিবার ১০ মে ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / জিয়ানগরে যৌতুকের দাবীতে শিকলে বেধে স্ত্রীকে নির্যাতন ১ মাস পর মামলা আটক ২

জিয়ানগরে যৌতুকের দাবীতে শিকলে বেধে স্ত্রীকে নির্যাতন ১ মাস পর মামলা আটক ২

পিরোজপুর প্রতিনিধি: জিয়ানগরে যৌতুকের দাবীতে শিকলে বেঁধে স্ত্রীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগে পুলিশ ২ জনকে আটক করেছে। উপজেলার কালাইয়া গ্রামের খলিলুর রহমান তার স্ত্রী মারজানাকে যৌতুক দাবী করে শিকল দিয়ে বেধে অমানুষিক ভাবে নির্যাতন চালায়। পরে মারজানার পরিবারের আকুতিতে এলাকার মাতব্বররা তাকে উদ্ধার করে গত ১৯ সেপ্টেম্বর পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করে। কিন’ মাতব্বররা মিমাংশার কথা বলে কালক্ষেপন করায় ১ মাস ধরে কোন বিচার না পেয়ে নিরুপায় হয়ে অসহায় মারজানা শুক্রবার সকালে ইন্দুরকানী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে স্বামী, ভাসুর, ননদ ও ননদের স্বামীর বিরুদ্ধেমামলা দায়ের করেন। পুলিশ ওই মামলায় মারজানার ভাসুর হাবিবুর রহমান (৩৫) ও  ননদের স্বামী আবুল কালামকে আটক করে আদালতে পাঠিয়েছে। মারজানা জানান, আমার স্বামী খলিলুর রহমান ও তার পরিবারের লোকজন দীর্ঘ দিন ধরে যৌতুকের টাকা চেয়ে প্রায়ই আমাকে পাশবিক নির্যাতন করত। কালাইয়া গ্রামের ইউপি সদস্য মাওলানা আঃ হান্নান জানান, এক মাস ধরে মিমাংশার চেষ্টা করেও খলিল ও তার পরিবারের কাউকে শালিশ বৈঠকে পাওয়া যায় নাই।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …