এনবিএন ডেক্স: নওগাঁ-পত্নীতলা মহাসড়কের কোল ঘেঁষেই কয়েকটি বড় বড় আম ও কড়ই গাছ যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। এ সকল গাছকে ঘিরে প্রতিনিয়ন দুর্ঘটনা ও প্রাণহানির মতো ঘটনা সংগঠিত হলেও এ বিষয়ে যেন কর্ত্তৃপক্ষের নেই কোন মাথা ব্যথা। মহাসড়ক ঘেঁষে এ সকল গাছ অবসি’ত হওয়ায় পাশাপাশি সাইড নিতে গিয়ে বাস ও ট্রাকের সাথে ভ্যান, ভুটভুটি, ইজিবাইক ও মোটর সাইকেলের সাথে দুর্ঘটনায় ঘটছে প্রাণহানির মতো নির্মম ঘটনা। সরজমিনে অনুসন্ধ্যানে জানা গেছে নওগাঁ-পত্নীতলা মহাসড়কে অবসি’ত প্রায় ১০টি আম ও কড়ই গাছ মরণ ফাঁদে পরিণত হয়েছে। এই মরণ ফাঁদের কবলে পড়ে সর্বশেষ ৪ অক্টোবর পত্নীতলা উপজেলার পার্বতীপুর ভুঁইয়া পাড়া মোড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় সাপাহার উপজেলার মালিপুর গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে আব্দুল জব্বার (৪২) ঘটনস’লেই প্রাণ হারান। প্রত্যক্ষদর্শীরা জানান নওগাঁ থেকে নজিপুরগামী দুইজন মোটরসাইকেল আরোহী বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গেলে রাসত্মার উপরে থাকা গাছের কারণে ট্রাক চালক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল যাত্রী জব্বার রাসত্মায় পড়ে গেলে ট্রাকের পিছনের চাকা তাকে চাপা দিলে ঘটনাস’লেই সে মারা যায়। এ বিষয়ে পার্বতীপুর গ্রামের খলিল (২৫) ও নিখিল (৩০) জানান, রাসত্মার উপরে অবসি’ত এই আম গাছটির কারণে একইস্থানে ইতিপূর্বে গত কয়েক বছরে ১০-১২টি মৃত্যুর ঘটনা সংগঠিত হয়েছে। মহাসড়কের উপর অবসি’ত গাছরুপি এই মরণ ফাঁদটি দুরুত কেটে ফেলার জন্য এলাকাবাসী সংশ্লিষ্ট কর্ত্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন।
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …