22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / নওগাঁ গৃহবধু ও সাপাহারে এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার

নওগাঁ গৃহবধু ও সাপাহারে এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার

এনবিএন ডেক্স: নওগাঁর সাপাহার থানা পুলিশ গতকাল রোববার বিকালে উপজেলার ইসলামপুর গ্রামের অদূরে খাড়ীর পাড়ের একটি গাছের ডালের সাথে ঝুলনত্ম অবস্থায় আমজাদ আলী (৪৫)নামের স’ানীয় এক কৃষকের লাশ উদ্ধার করেছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে তার স্ত্রী সনত্মানরা তাকে রেখে শুক্রবারে পার্র্শ্ববর্তী হাটশাওলী গ্রামে বেড়াতে যায়। ঘটনার দিন ভোরে গ্রামের অদূরের খাড়ীর ধারের একটি গাছের ডালের সাথে গলায় রশি দিয়ে ঝুলনত্ম অবস্থায় তার লাশ দেখে গ্রামবাসী সাপাহার থানায় সংবাদ দেয়। পুলিশ ঘটনাস’লে পৌঁছে লাশের সুরত হাল রির্পোট তৈরি শেষে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ দিকে আমজাদের মৃত্যু নিয়ে এলাকায় নানা গুঞ্জন শুরু হয়েছে। এটি আত্মহত্যা নাকী পরিকল্পিত হত্যাকান্ড তা নিয়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সন্দেহের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সাপাহার থানায় একটি ইউডি মামলা দায়েরের প্রস’তি ও ময়নাতদন্ত ছাড়াই থানা থেকে লাশ ছাড়িয়ে নিতে স্থানীয় একটি প্রভাবশালী মহল বিশেষ তৎপরতা চালিয়ে যাচ্ছে। নিহত আমজাদ আলী ইসলাম পুর গ্রামের মৃতঃ অলিমুদ্দীনের ছেলে বলে পুলিশ জানিয়েছে।# অপর দিকে গত রোববার বিকালে নওগাঁ শহরস্থ কালিতলা নাপিত পাড়ায় এলাকার দিলিপ সরকারের স্ত্রী শুকলা রাণী (২২) স্বামীর সঙ্গে অভিমান করে শয়ন কক্ষে সেলিং ফ্যানের সঙ্গে শাড়ি জড়িয়ে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে। পুলিশ লাশ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেছে।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …