এনবিএন ডেক্স: নওগাঁয় জমির ঘাস খাওয়াকে কেন্দ্র করে সৃষ্ঠ মারামারিতে ৪ জন গুরুত্বর আহত হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টায় পত্নীতলা উপজেলার পাটিআমলাই হিন্দু পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এব্যাপারে আহতের পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলা সূত্রে প্রকাশ, গ্রামের মৃত যতিনের পুত্র বিনতের সাথে একই গ্রামের কয়েক জন মহিলার জমির ঘাস খাওয়াকে কেন্দ্র করে রবিবার কথা কাটাকাটি হয়। এর জের ধরে ওয়ার্ড মেম্বার গোলাম মোস্তাফা ভুট্টুর উদ্যোগে বৈঠকের আয়োজন করে। বৈঠক চলা কালে গ্রামের সুধির বর্মনের পুত্র মিলন, বিধু বর্মনের পুত্র মাধব, রামপদ বর্মনের পুত্র ধিরেন, সিরিশ, গিরিস বর্মন, রমনি বর্মনের পুত্র মিঠন, অনিল বর্মনের পুত্র যোগেস সহ আরও ১৫/২০ জনের একটি সংঘবদ্ধ দল হাতে লাঠি সোটা ও দেশীয় অস্ত্রে সর্জ্জিত হয়ে বৈঠকেই অর্তকিত হামলা চালায়। এতে যতিন চন্দ্র বর্মনের পুত্র মতিলাল (২৬), ভোজনের পুত্র মকুল (৪৫), ভোলানাথের পুত্র দেবেন চন্দ্র রায় (৫৫) ও মৃত যতিনের পুত্র বিনত বর্মন (৩৫) গুরুত্বর আহত হন।#
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …