এনবিএন ডেক্স:- আসন্ন পবিত্র ঈদুর আজহাকে সামনে রেখে উত্তরাঞ্চলের সীমান্ত পথে আসছে বানের পানির মত মরন নেশার মাদকদ্রব্য ও এ্যামিটেশান সামগ্রী স্বর্ণের বাজার বাংলাদেশ দখল করে নিচ্ছে। আসন্ন ঈদকে সামনে রেখে চোরাকারবারীরা ব্যাপক তৎপর হয়ে উঠেছে। তারা দেশের উত্তরাঞ্চলের সীমানত্ম পথ দিয়ে দেশের অভ্যানত্মরে মরন নেশা মাদক দ্রব্য ফেন্সিডিল, হেরোইন,গাঁজা, প্যাথিডিন, ইনজেকশান, সেক্সের ট্যাবলেট সহ রকমারী শাড়ী, থ্রী পিছ, এ্যামিটেশান গয়না, কসমেটিক্স, ভেজাল কিটনাষক, ভেজাল সার , মেডিসিন, ষ্টীল সামগ্রী ও বাইসাইকেল সহ ইত্যাদি পণ্য নিয়ে আসছে। চোরাকারবারীরা নিরাপদ রুট হিসাবে ব্যবহার করছে যাত্রীবাহী নাইটকোচ, যাত্রীবাহী বাস, নছিমন, ট্রাক, ট্রেন, কাভার্ড ভ্যান। উত্তরাঞ্চলের হিলি, ফুলবাড়ী, পাঁচবিবি, বিরামপুর, জয়পুরহাট, নওগাঁর পোরশা, ধামইরহাট, সাপাহার, পত্নীতলা, নিয়ামতপুর, চাপাই নবাবগঞ্জের শিবপুর, গমসত্মাপুর, নাচোল, বিভিন্ন সীমান্ত পথ দিয়ে রাতের আধারে বানের পানির মত ফেন্সিডিল সহ মাদকদ্রব্য দেশের রাজধানী সহ বিভিন্ন স্থানে প্রবেশ করছে। এদিকে ঐসব আমদানী নিষিদ্ধ ভারতীয় পণ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব কর্তৃক দেশের বিভিন্ন জায়গায় আটক করার বিভিন্ন খবর পত্রিকাতেও অহরহ পাওয়া যাচ্ছে। মাদকের ভয়াল থাবা গ্রাস করছে তরুন প্রজন্মের যুব সমাজকে। অপরদিকে এ্যামিটেশান স্বর্ণের স’ান দখল করে নিয়েছে জেলা উপজেলার মার্কেটগুলো । জনৈক ব্যক্তি আনত্মনগর ট্রেন যাত্রী জানান, নিরাপদ রুট হিসাবে ব্যবহার করছে চোরাচালানীরা আনত্মনগর ট্রেন ও লোকাল ট্রেনগুলোকে। তারা জি আর পি পুলিশ ম্যানেজ করে দেদারছে চালিয়ে যাচ্ছে তাদের কর্ম। যাত্রী বাহী বাস কোচগুলো এখন পুরাপুরি চোরাচালানীদের দখলে চলে গেছে। সাপাহার, ধামইরহাট, পত্নীতলা সহ ঈদ মার্কেট জমে উঠেছে বিদেশী থ্রী পিস ও শাড়ীতে । বিশেষ করে এ্যামিটেশান গয়না চুরি মালা ধামইরহাট সীমানত্ম ও সাপাহার সীমানত্ম দিয়ে বাংলাদেশের মার্কেট দখল করে নিয়েছে। নতুন কারুকাজ আর বাহারী ডিজাইনের স্লোগানে সেসব পণ্য সামগ্রী বাজারে হু হু করে বেচাকনো হচ্ছে । ঈদকে সামনে রেখে অধিক মুনাফার আশায় উত্তরাঞ্চলের সীমানত্ম পথ দিয়ে ফেন্সিডিল সহ বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য চোরাকারবারীরা সুবিধামত সময়ে পরিবহনযোগে অভিনব কায়দায় সরবরাহ করে থাকে। বর্তমানে মাদক চোরাকারবারীরা ব্যাপক তৎপর ও সক্রিয়। যার নমুনা হিসেবে বলা যায়, ইতিপূর্বে ধামইরহাট থেকে ছেড়ে যাওয়া একাধিক নাইটকোচ থেকে, পোটলের বসত্মার ভিতর, সিনেমার ফ্লিমের ভিতর, ধানের বসত্মার ভিতর, কাঠালের ভিতর, তরমুজের ভিতর পুরাতন কাপড়ের ঝুড়ির ভিতর, কোচের ছাদের উপর ও বক্সের ভিতর থেকে মাদকদ্রব্য উদ্ধার করার নজির বিদ্যমান রয়েছে। এছাড়া সরকারী ও বেসরকারী হাসপালের এ্যামবুলেন্সের মাধ্যমে ও মাদক দ্রব্য দেশের বিভিন্ন জায়গায় বিতরণ হচ্ছে বলে সূত্রে মতে জানা গেছে।
Home / প্রতিবেদন / ঈদকে সামনে রেখে চোরাকারবারীরা ব্যাপক সক্রিয় এ্যামিটেশান স্বর্ণের বাজার বাংলাদেশ মার্কেট দখল করেছে
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …