এনবিএন ডেক্স: নওগাঁর মান্দায় এক কলেজ ছাত্রীর ছবির সাথে অশ্ল্লীল ছবি সংযুক্ত করে ব্ল্য্লাক মেইলের চেষ্টার ঘটনায় তপন হালদার (২০) নামে এক বখাটে যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত শনিবার রাতে উপজেলা সদর প্রসাদপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তপন হালদার উপজেলার খুদিয়াডাঙ্গা গ্রামের ক্ষিতিশ হালদারের পুত্র। থানার কর্মকর্তা ইনচার্জ আব্দুল্লাহেল বাকি জানান, বখাটে তপন হালদার মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণীর ওই ছাত্রীর ছবির সাথে কম্পিউটারে অশ্ল্লীল ছবি সংযুক্ত করে তাকে ব্ল্যাক মেইলের চেষ্টা করে। বখাটে তপন ছবিগুলো ওই ছাত্রীকে দেখিয়ে বিয়ে সহ অনৈতিক প্রসত্মাব দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় ছবিগুলো ওই ছাত্রীর পরিবারসহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়া হয়। ঘটনাটি জানতে পেরে ওই ছাত্রীর পিতা থানা পুলিশকে তা অবহিত করেন। পুলিশ গত শনিবার রাতে উপজেলা সদরের তপতী ইলেকট্রনিক্স দোকানে অভিযান চালিয়ে বখাটে তপনকে গ্রেফতার করে। এদিকে ঘটনার শিকার ওই ছাত্রী জানান, বখাটে তপন তাকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। ঘটনার শিকার ওই ছাত্রী বাদি হয়ে বখাটে তপনসহ ৩ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …