এনবিএন ডেক্স: দিনের পর দিন চাহিদামত বিদ্যুতের সংযোগ না পাওয়ায় নওগাঁর পত্নীতলায় সর্বশ্রেণী মানুষের মাঝে ক্রমান্বয়ে ক্ষোভ বাড়ছে। একদিকে অসহনীয় গরমে বৈদ্যুতিক ফ্যানের বাতাস থেকে বঞ্চিত, অপর দিকে মোবাইফোন, টিভি তথ্য-প্রযুক্তির যুগে চিত্ব বিনোদন ও যোগাযোগের প্রধান মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। এ গুলোর ব্যাটারি চার্জসহ ও সনত্মানদের লিখা-পড়ার জন্য বিদ্যুতের ব্যবহার অপরিহার্য হয়ে পড়েছে। বিদ্যুতের সুবিধা বঞ্চিত মানুষেরা নিরম্নপাই হয়ে সৌর বিদ্যুৎ ব্যবহারে ঝুঁকে পড়ছেন। অনুসন্ধানে জানাগেছে উপজেলার ৩০১টি গ্রামের প্রায় ৫০ হাজার পরিবারের মধ্যে নজিপুর পৌর শহরসহ ১৬০টি গ্রামের প্রায় ১২ হাজার পরিবার বা গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেয়া সম্ভব হলে ও বাঁকি গ্রামের মানুষেরা বিদ্যুৎ বঞ্চিত। দিনের পর দিন অপেক্ষা করেও বিদ্যুৎ সংযোগ না পাওয়ায় তারা বাধ্য হয়েই সৌর বিদ্যুতের দিকে ঝুঁকে পড়েছেন। পত্নীতলা পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের এজিএম মোঃ মেজবা উদ্দিন জানান, সরকারি ভাবে বিদ্যুতের বরাদ্দ না থাকায় তারা নতুন করে সংযোগ বাড়াতে পারছেন না। তবে বিদ্যুৎ সংযোগের জন্য ব্যাপক চাহিদার আবেদন পড়েছে অফিসে। উপজেলায় ইটকলের ৫টি সহযোগি প্রতিষ্ঠানের মাধ্যমে সৌরবিদ্যুতের উপকরণ বিতরণ করেন। প্রতিষ্ঠানগুলো হচ্ছেন গ্রামীন শক্তি, রম্নরাল সার্ভিসেস ফান্ডেশান, (আরএসএফ), আভা, সবসতি ও সোলারেল ফাউনোডশান। ২০ থেকে ৮৫ কিলোওয়ার্ট পর্যনত্ম বিদ্যুতের এ প্লান্ট কিনতে সাধারণত ১৫ থেকে ৪৮ হাজার টাকা পর্যনত্ম নগদ ও কিসিত্মতে ক্রয়- বিক্রয় হচ্ছে।
পত্নীতলায় গ্রামীন শক্তি অফিসের ম্যানেজার শাহ্ আলম জানান এ পর্যনত্ম ৮৫০ গ্রাহক তাদের রয়েছে। সুবসতি পত্নীতলা এরিয়া অফিসের ম্যানেজার মোঃ মোকলেছার রহমান জানান তাদের ৩৫০জন গ্রাহক ইতোমধ্যে হয়েছে এবং এর সংখ্যা দিনদিন বাড়ছে। উপজেলায় সৌর বিদ্যুৎ প্লান্টের প্রায় এক হাজার ৫০০ পারিবার এর সুবিধা ভোগ করছেন। উচ্চ মধ্যবিত্ত ছাড়াও বিভিন্ন আয়ের মানুষ ব্যবস্যা প্রতিষ্ঠান সহ বাসা-বাড়িতে সৌর বিদ্যুতের ফ্লান্ট ব্যবহার করছেন। তবে উল্ল্্েলখিত সূত্রগুলো জানান বিদ্যুৎ বঞ্চিত গ্রামগুলোর উচ্চ ও মধ্যেবিত্ত আয়ের মানুষেরাই বেশী ক্রয় করছেন।
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …