7 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ২৩ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / নওগাঁয় অসামাজিক কার্যকলাপের সময় কৃষি ব্যাংকের কর্মকর্তা জনতার হাতে আটক

নওগাঁয় অসামাজিক কার্যকলাপের সময় কৃষি ব্যাংকের কর্মকর্তা জনতার হাতে আটক

এনবিএন ডেক্স: নওগাঁর মান্দায় অসামাজিক কার্যকলাপের সময় আমির আলি নামে কৃষি ব্যাংকের এক কর্মকর্তা জনতার হাতে আটক হয়েছে। আটক আমির আলি জেলার মহাদেবপুর উপজেলার কৃষি ব্যাংক উত্তরগ্রাম শাখার সিনিয়র কর্মকর্তা। বৃহস্পতিবার রাতে উপজেলার মৈনম বাজার সংলগ্ন জনৈক একাব্বর আলির বাড়ি থেকে অসামাজিক কার্যকলাপের সময় জনতা এক নারীসহ তাকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে।
থানার কর্মকর্তা ইনচার্জ আব্দুল্লাহেল বাকি জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার মৈনম বাজারে একাব্বরের বাড়িতে বেগমআরা নামে এক মহিলার সাথে অনৈতিক কার্যকলাপের সময় জনতা তাদের আটক করে। পরে তাদের থানা পুলিশে সোপর্দ করা হয়। গতকাল শুক্রবার ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে তাদের নওগাঁ জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, আটক আমির আলি নওগাঁ শহরের সুলতানপুর মহল্লার মৃত ছহির উদ্দিনের ছেলে ও বেগমআরা মান্দা উপজেলার নিন্দইন গ্রামের ইমাজ উদ্দিনের স্ত্রী।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …