26 Boishakh 1432 বঙ্গাব্দ শুক্রবার ৯ মে ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / অর্থনীতি / নওগাঁয় সরকারী খাদ্যশস্য ক্রয় ভেসে- যাওয়ার সম্ভাবনা

নওগাঁয় সরকারী খাদ্যশস্য ক্রয় ভেসে- যাওয়ার সম্ভাবনা

এনবিএন ডেক্স: দেশের মধ্যে খাদ্য ভান্ডার হিসাবে পরিচিত নওগাঁ জেলা। চালের এই শ্রেষ্ঠ মোকামে উৎপাদিত চাল আন্তর্জাতিক বাজারগুলোতেও রপ্তানী হয়ে থাকে। অথচ সেই জেলাতেই খোলা বাজারে চালের মূল্য বৃদ্ধি পাওয়ার কারনে একদিকে জনগনকে খাদ্য নিয়ে সংকটে পড়তে হয়েছে পাশাপাশি সরকারী ভাবে নির্ধারিত মূল্যে মিলারগন যথাসময়ে চাল দিতেও গরিমসি করছে। তাছাড়া বর্ধিত সময় না গেলেও সরকারী সংগ্রহের যথেষ্ঠ ঘাটতি পেতে হত বলে সংশ্লিষ্ঠ জেলা খাদ্য অধিদপ্তর সূত্রে প্রকাশ। প্রাপ্ত সূত্রে প্রকাশ, গত ৩০ সেপ্টেম্বর সংগ্রহের শেষ সময়সীমা নির্ধারন করে নওগাঁ জেলা খাদ্য অধিদপ্তর ১১টি উপজেলায় খাদ্য সংগ্রহ অভিযান শুরু করেছেন। নির্ধারিত সময়ের মধ্যে সংগ্রহ অভিযান সম্পূর্ণ না হওয়ায় সরকারীভাবে আরও ১৫দিন সময় বৃদ্ধি করে ১৫অক্টোবর পর্যন- সময় নির্ধারন করে। বর্ধিত সময়ের ১৩ দিনের মাথায় নওগাঁর মোট টাগের্টের ৬৬ হাজার ৪০ মেট্রিকটন চাল সংগ্রহ করে। জেলার ১১টি উপজেলায় এবারের টার্গেট ছিল ৬৭ হাজার ৮১৭ মেঃ টন। অবশিষ্ঠ প্রায় ১হাজার মেঃ টনঃ চাল আগামী ৩ দিনের মধ্যে সংগ্রহ করতে পারবে বলে সংশ্লিষ্ঠ সূত্রে প্রকাশ।#

আরও পড়ুন...

নওগাঁয় এন আর বি সি ব্যাংকের ২২ তম শাখার শুভ উদ্বোধন!!

এনবিএনডেক্স: নওগাঁয় এন আর বি সি ব্যাংক (এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড) এর ২২ তম শাখা …