এনবিএন ডেক্স: নওগাঁর রাণীনগরে বির্তকিত জায়গায় লক্ষী পূজাকে কেন্দ্র করে পুলিশের উপসি’তিতে মারপিটে উভয় পক্ষের ১৪ জন আহত হয়েছে। এঘটনায় থানা পুলিশ ৫ জনকে ঘটনাস’ল থেকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানাগেছে,উপজেলার চকাদিন দক্ষিণ পাড়ায় ১০শতক একটি জায়গা ক্রয় সূত্রে হরিচরন ভোগ দখল করে আসছিল। এমতবস্থায় ওই গ্রামের মুন্দির কমিটির লোকজন সুমন নামের একজন ব্যক্তির কাছ থেকে একই জায়গা কিনে সেখানে শ্রী শ্রী রাধা-গবিন্দ মন্দিরের নামে সাইনবোড ঝুলালে ওই জায়গার উপর আদালতে মামলা দায়ের করেন মৃত হরিচরনের স্ত্রী শানিত্মবালা। এ অবস্থায় গত মঙ্গলবার ওই জায়গায় মন্দির কমিটির লোকজন লক্ষীপূজা করার প্রসত্মতি নেয়। এসময় উপায় অনত্মর না পেয়ে শানিত্মবালা মঙ্গলবার সকালে থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করলে অভিযোগের প্রেক্ষিতে এএসআই কাজী হুমায়ন কবির একজন কনস্টেবল নিয়ে ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে ডেকে থানায় যাবার কথা বলেন। এসময় পুলিশের উপসি’তিতেই শানিত্মবালা এবং মন্দির কমিটির লোকজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মারপিট শুরু হয় এতে শানিত্মবালা পক্ষের ভুলন (৪০),ভবেস (৬৫),বিষ্ণু (৩৫),ডহরি (২৫),মনেশ্বর (৩৬),মতিলাল (৬০) ও কাজলি (৫২) এবং মন্দির কমিটি পক্ষের প্রকাশ (১৭),সনেত্মষ (৪০),সুবর্ণা (১২),কালিদাস (৪০),পরিমল (৫০),কৃষ্ণ রাণী (৩৮) ও অরুন (৪০) আহত হয়। আহতদের সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়। মারপিট চলাকালে এএসআই হুমায়ন কবির ঘটনাস’ল থেকে থানায় ফোন করলে থানা থেকে এসআই হায়াত সহ ৪/৫ জন কর্মকর্তা র্ফোস নিয়ে ঘটনাস’লে গিয়ে ঘটনাস’ল থেকে মন্দির কমিটির পক্ষের সনেত্মষ,সংকর,কালিপদ,সেতেন ও বরুন নামের ৫জনকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে রাণীনগর থানার ইন্সপেক্টর মাহবুবুর রহমান (তদনত্ম)’র সাথে যোগা-যোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের জানান, বাদি না থাকায় আটককৃতদের ছেড়ে দেয়া হয়েছে।#
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …