এনবিএন ডেক্স: নওগাঁয় যৌতুকের কারনে নারী নির্যাতন বেড়ে গেছে । যৌতুকের দাবী মিটাতে না পারলে চালানো হচ্ছে স্ত্রীর উপর অমানুষিক নির্যাতন। অবশেষে দেওয়া হচ্ছে তালাক ।এর পর গ্রামে সালিস বৈঠকের নামে এক শ্রেনীর দালাল প্রকৃতির লোক মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছে। নওগাঁ জেলায় নারী নির্যাততের হার সব চেয়ে বেশি মান্দা উপজেলায়। এ উপজেলায় ১৪টি ইউনিয়নে শতকরা ২০ জন নারী যৌতুকের কারনে নানাভাবে নির্যাতরে শিকার হয় বলে স্থানীয় এক সংস্থার জরিপে উঠে এসেছে ।এমন এক ঘটনা মান্দা উপজেলার চকনন্দরাম গ্রামের আবু বক্করের পুত্র আনিছুর রহমানের সাথে একই গ্রামের খাদিজার প্রেমের আদান প্রদানের পর বিয়ে হয় ৪ বছর আগে । একটি পুত্র সনত্মান নিয়ে বেশ সুখেই চলছিল তাদের সংসার । কিনত্ম হাটৎ করে গ্রামের কিছু দ্বালাল প্রকৃতির ব্যাক্তি পিছু নেয় আনিছুরের। তাদের পরামর্শ অনুযায়ী আনিছুর তার স্ত্রীকে ৫০ হাজার টাকা যৌতুক এনে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করতে থাকে । এ নিয়ে চলে খাদিজার উপর নির্যাতন । এক পর্যায়ে খাদিজাকে আনিছুর তালাক দেয় । ঐ গ্রামের বাসিন্দা আ: মালেক, সিরাজুল হক রেহনো খাতুন জানায়, খাদিজাকে তালাক দিয়ে অন্য কোথাও বিয়ে দিলে আরো বেশি যৌতুক পাবে এমন ধারনা দেয় স’ানীয় কাদের,সাইদুর সহ ক জন ব্যাক্তি । তারা আনিছুরকে জোর করে তালাকে বাধ্য করেছে । এ নিয়ে গ্রামে বৈঠক করে উভয়কে আবারো তাদের শানিত্ম পুর্ন ঘর সংসার করার সিদ্ধানত্ম দেয় এলাকা বাসী । কিনত্ম বৈঠক কারীদের বিরম্নদ্ধে মিথ্যা অভিযোগ দেয় যৌতুক দাবী কারী আনিছুর ও তার পিতা আবু বক্কর। খাদিজা জানায় তার সুখের সংসারে এখন গ্রামের কিছু দালাল প্রতিবন্ধক হয়ে দ্বারিয়েছে। একই উপজেলার ঘটনা ফাতেমার জীবনে । ফাতেমা এখন মান্দা হাসপাতালের বেডে কাতরাচ্ছে । ৪০ হাজার টাকা যৌতুক দিয়ে বিয়ে দেওয়ার পর আরো টাকা চাই স্বামীর এমন দাবীতে চলে অমানুষিক নির্যাতন। লোহার রড আর কোদালের বাট দিয়ে শরীররের বিভিন্ন জায়গায় আঘাতে ভেংগে গেছে পিটের বাম পাজর। স্বামী ফাতেমার বাবার কাছ থেকে একটি সাএকল এনে দিতে বলে । দরিদ্র পিতার অসামর্থ এ আবদার পুরন করকেত না পারলে চলে এমন অমানুষিক নির্যাতন । মান্দা থানার ওসি মো: আবদুলস্নাহেল হেল বাকী জানান, মান্দায় নারী নির্যাতন বেড়েছে এ লড়্গে তারা কাজ করে যাচ্ছে । আইন গত ভাবে কমিউনিটি পুলিশ কে গ্রামের দ্বালালদের ব্যাপারে খোজ নিতে বলা হয়েছে। মান্দা উপজেলার কাজী এনামুল ইসলাম জানান যৌতুকের কারনে যে সব তালাক আসছে সে ক্ষেত্রে তাদের বুঝানো হচ্ছে । এদিকে এসব ঘটনাকে পুজি করে গ্রামের কিছু দালাল প্রকৃতির লোক সালিস দরবার বসিয়ে হাতিয়ে নিচ্ছে টাকা । নারী নির্যাতন রোধ করতে আইনের যথাযথ প্রয়োগ দাবী করেছে নির্যাতিত এসব পরিবার
Home / প্রতিবেদন / নওগাঁয় যৌতুকের কারনে অসংখ্য নারীর ঘর ভাংছেঃ বিচার সালিশের নামে ফায়দা লুটছে গ্রাম্য দালালরা
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …