এনবিএন ডেক্স : আইন আছে প্রয়োগ না থাকার কারনে নওগাঁর হাট-বাজার গুলোতে সরকারি ভাবে নিষিদ্ধ ঘোষিত পরিবেশ দূর্ষনকারী পলিথিন ব্যাগ কেনাবেচা চলছে প্রকাশ্যে। স’ানিয় প্রশাসনের নেই তেমন কোন পদড়্গেপ। সুত্রমতে, পরিবেশের ভারসাম্য নষ্ট সহ মাটি,পানি বায়ু ও পরিবেশ দূষনের হাত থেকে রড়্গার লড়্গ্যে বিগত ২০০২সালে সরকারি ভাবে পলিথিন শপিং ব্যাগ উৎপাদন,আমদানী বাজারজাত করন ও বিক্রি প্রদর্শন বন্ধ ঘোষনা করা হয়েছিল এবং তা কার্যকর করতে আইন শৃঙ্খলা রড়্গাকারী বাহিনী সহ সংশিস্নষ্ট প্রশাসনের তৎপরতার ফলে সে সময় নওগাঁর হাট-বাজার গুলোতে পলিথিন ব্যাবহার মোটামুটি প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। ঐ সময় পলিথিন ব্যাবহার বন্ধের জন্য মাঝের মধ্যে ভ্রাম্যমান আদালতের কার্যক্রম ও ছিল। পরে ধীরে ধীরে প্রশাসনের তৎপরতা এক প্রকার বন্ধ হয়ে যাওয়াই সেই সুযোগে নওগাঁ জেলা শহর সহ জেলার ১১টি উপজেলার বিভিন্ন হাট-বাজার ও পাড়া-মহলস্নার মুদি,কনফেকশনারী সহ ছোট- বড় সর্ব প্রকার দোকান গুলোতে পলিথিন ব্যাগ কেনাবেচা ফের শুরম্ন হয়েছে জমজমাট ভাবে। এর ফলে পলিথিন ব্যাগ ব্যাবহার করছে সাধারন লোকজন প্রকাশ্যে, পলিথিনের ব্যাবহার বেড়ে যাওয়াই রাসত্মাঘাট,পানি নিস্কাসনে বাধা সহ আবাদি জমির ক্ষতি হচ্ছে ফের পূর্বের ন্যায়। এব্যাপারে কর্তৃপক্ষের আশু পদক্ষেপ নেয়া প্রয়োজন বলে সচেতন মহল মনে করেন।
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …