এনবিএন ডেক্স: নওগাঁর মহাদেবপুরে গতকাল বুধবার ভোরে উপজেলার কুঞ্জবন গ্রামে তিনটি বাড়ীতে ছিচকে চুরি সংঘটিত হয়েছে। রাত সাড়ে তিনটার দিকে চোরেরা বাড়ীর প্রাচীর টপকে ভীতরে ঢুকে মুনছের আলীর ছেলে সাইদুর রহমানের প্যান্টের পকেট থেকে ম্যানিব্যাগে রাখা হিরো হুন্ডা মটরসাইকেলের মূল কাগজ, নগদ এক হাজার টাকা, মোবাইল ফোন, আব্দুস সাত্তারের ছেলে সোহেল রানার বাড়ী থেকে মোবাইল ফোন ও মোকলেছুর রহমানের বাড়ীর ভাড়াটিয়া জাকের আলীর ছেলে খোরশেদ আলীর বাড়ী থেকে ড্রাইভিং লাইসেন্স ও খালি ম্যানিব্যাগ নিয়ে পালিয়ে যায়। মহাদেবপুর থানার ওসি মাহমুদুল আলম জানান, এব্যাপারে মহাদেবপুর থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। #
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …