22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / নওগাঁর মহাদেবপুরে ডাক্তারের সাথে পরকীয়ার গুঞ্জন, এক মাস পর গৃহবধূ স্বামীর ঘরে ফিরে এলো

নওগাঁর মহাদেবপুরে ডাক্তারের সাথে পরকীয়ার গুঞ্জন, এক মাস পর গৃহবধূ স্বামীর ঘরে ফিরে এলো

এনবিএন ডেক্স:  নওগাঁর মহাদেবপুরে এক ডাক্তারের পরকীয়া প্রেমের জাল ছিড়ে এক মাস পর সমাজ পতিদের হস-ক্ষেপে এক গৃহবধূ তার স্বামীর ঘরে ফিরে এলা।  উপজেলার সদর ও বিভিন্ন বাজারে বিষয়টি নিয়ে ব্যাপক গুঞ্জন চলছে। এটি এখন মহাদেবপুরে টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। মহাদেবপুর উপজেলা সদরের ঘোষপাড়া এলাকার বাসিন্দা ডাঃ প্রত্যুস কুমার মহাদেবপুর উপজেলা স্বাস’্য কমপ্লেক্সে কর্মরত থাকার সুবাদে তার প্রতিবেসী মহাদেবপুর বাসস্ট্যান্ড বড়তলীর পুরোনো বিশিষ্ট ব্যবসায়ী সম্ভ্রান- এক হিন্দু পরিবারের মেয়ের সাথে তার বিয়ের কথাবার্তা হয়। সেই সুবাদে ডাঃ প্রত্যুস প্রায়ই তাদের বাড়ীতে যাতায়াত করতে থাকেন। এরই একপর্যায়ে কনের অনিন্দ্য সুন্দরী ভাবীর সাথে তার পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে বলে কানা ঘুষা শুরু হয়। পবিারের সদস্যদের নিয়ে তারা মাইক্রোবাস যোগে নিয়ামতপুর উপজেলার শিবপুর বদলাহার গ্রামে সংসদ সদস্যের বাড়ী এলাকায় পুঁজার বিশাল প্রতিমা দেখতেও যান। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক কানা ঘুষা চলতে থাকলে ডাক্তার কৌশলে বদলী নিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপতালে চলে যান। কিন’ প্রায়ই ঐ গৃহবধূ বাড়ী থেকে বের হয়ে যেতেন। ২৯ আগষ্ট এনিয়ে তার স্বামীর সাথে মনোমালিন্য হয়। তার স্বামী ও বাড়ীর লোকজন তাকে গালমন্দ করলে গৃহবধূ তার নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। তার স্বামী ও ভাসুর ঘরের টিন সরিয়ে তার ঘরে ঢুকে তাকে ঝুলন- অবস’া থেকে উদ্ধার করেন। এতে তাদের দুই ভাইয়ের হাত কেটে যায়। হাতে কয়েকদিন ধরে ব্যান্ডেজ দেখে বিষয়টি এলাকায় ব্যাপক প্রচার পায়। এই ঘটনার পর গৃহবধূ আবার উধাও হয়। গৃহবধূর স্বামী ও তার পরিবার তাদের মানসম্মানের কথা ভেবে উধাও হওয়ার ঘটনা  গোপন রেখে ভিতরে ভিতরে খুঁজতে থাকেন। এক পর্যায়ে গৃহবধূ পরকীয়া প্রেমের টানে তার পরকীয়ার সঙ্গে বর্তমান কর্মস’ল রাজশাহীতে অবস’ান করছে বলে জানা যায়। তাকে ফিরিয়ে আনতে স্বামী ও তার বাবার পরিবার ব্যর্থ হয়ে সমাজপতিদের স্মরণাপন্ন হন। অবশেষে রাজশাহী এবং মহদেবপুরের জনপ্রতিনিধি ও স্বাস’্য বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাপের মুখে চাকরি হারানোর ভয়ে ঐ চিকিৎসক সমপ্রতি গৃহবধুকে স্বামীর ঘরে ফিরিয়ে দিতে বাধ্য হন। এবিষয়ে ঐ গহবধূর স্বামী ও তার পরিবারের সাথে যোগাযোগ করলে, তারা ঘটনার সত্যতা স্বীকার করে সংসার টিকানোর স্বার্থে তাদের নাম পরিচয় পত্রিকায় প্রকাশ না করার অনুরোধ জানান।
এব্যাপারে ডাঃ প্রত্যুস কুমার মন্ডলের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, যা রটেছে তা সঠিক নয়। তাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য একটি মহল তার বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাচ্ছে।
এব্যাপারে উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ পরিষদের সভাপতি শ্রী অজিত কুমার মন্ডলের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, একটি সম্ভান্ত্র পরিবারের ইজ্জত নিয়ে খেলা একটি জঘন্য অপরাধ।
এব্যাপারে মহাদেবপুর থানার ওসি মাহমুদুল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, একজন বিবাহিতা নারীর পক্ষে এমন পরকীয়া ঘটানো ঠিক হয়নি। তবে, এব্যাপারে কোন পক্ষই থানায় কোন অভিযোগ দায়ের করেননি। #

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …