22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / নওগাঁয় নব-বধূর ঝুলন্ত লাশ উদ্ধার

নওগাঁয় নব-বধূর ঝুলন্ত লাশ উদ্ধার

এনবিএন ডেক্স: নওগাঁ শহরের উকিল পাড়া মহল্লা ঈদগাহ মাঠের পাশের একটি বাড়ির শয়ন ঘর থেকে রোববার বিকেলে মুনি (১৮) নামের এক নব-বধূর ঝুলন- লাশ উদ্ধার করেছে পুলিশ। মুনি ওই মহল্লার রাজ মিস্ত্রী সুজনের স্ত্রী। বিয়ের পর গত দুই মাস যাবত তারা ওই বাড়িতে বসবাস করে আসছিলো।
নিহতের স্বামী সুজন জানায়, রোববার সকালে স্ত্রীর সাথে নাস্তা করে কাজের জন্য বেড়িয়ে যায়। বিকেলে ফিরে এসে ঘরের দরজা বন্ধ দেখে স্ত্রীকে ডাকাডাকি করে কোন সাড়া না পেলে সে প্রতিবেশীদের নিয়ে ঘরে দরজা ভাঙ্গলে মুনির ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
নওগাঁ সদর থানার উপ পরিদর্শক (এসআই) নাসির জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মুনি আত্নহত্যা করে থাকতে পারে বলে তিনি ধারনা করছেন। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।#

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …