22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / নওগাঁর পোরশায় ভারতীয় রূপিসহ ২জন গ্রেফতার

নওগাঁর পোরশায় ভারতীয় রূপিসহ ২জন গ্রেফতার

এনবিএন ডেক্স: নওগাঁর পোরশায় ভারতীয় রূপি সহ ২জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল রোববার সকাল ১১টায় উপজেলার নোচনাহার মোড়ে রূপি কেনা বেচার সময় ভারতীয় মোট ৫হাজার টাকাসহ ২জনকে গ্রেফতার করে পোরশা থানার এসআই মোস-াফিজ ও পিএসআই সেরাজুল ইসলাম। গ্রেফতারকৃতরা হলো পোরশা উপজেলার বাসুড়া গ্রামের মৃত তছির মন্ডলের পুত্র আ: কুদ্দুস(৪০) ও নিয়ামতপুর উপজেলার বেলহট্টি গ্রামের ওমর প্রামানিকের পুত্র অরজুন(৩৫)। এসময় তাদের কাছ থেকে ৫শ টাকার ৬টা ও ১হাজার টাকার ২টা নোট উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …