সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জের সলঙ্গা থানায় প্রতিমা বিসর্জনে ডুবে যাওয়া যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর পৌনে ১২টার দিকে পুলিশ গারুদহ নদী থেকে লাশটি উদ্ধার করে। নিহত রিপন সরকার (২৮) ঠাকুরগাঁও জেলা সদরের কলেজ পাড়ার হিমাংশু সরকারের ছেলে। সে সলঙ্গা বজারের আশুতোষ কুন্ডুর মিস্টির দোকানের কর্মচারী। শুক্রবার সন্ধায় দুর্গা প্রতিমা বিসর্জন দিতে গিয়ে সাঁতার না জানায় রিপন নদীতে ডুবে নিখোঁজ হয়। বৃহস্পতিবার সলঙ্গায় হাট থাকায় বাজারের কালিমাতা মন্দিরের পূজা মন্ডপের ভক্তরা একদিন পর প্রতিমা বিসর্জন দেন বলে সলঙ্গা থানার অফিসার-ইন-চার্জ মোঃ ওবাইদুল হক জানান। অভিযোগ না থাকায় লাশের ময়না তদন- হয়নি। এর আগেও বৃহস্পতিবার রাতে শাহজাদপুরে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে আরো দু’জন ডুবে মারা যায়।
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …