এনবিএন ডেক্স: নওগাঁর মান্দায় ব্যবসায়ীক লেনদেনের জেরে এক গরু ব্যবসায়ী আধালো অস্ত্রের উপর্যপুরি আঘাতে খুন হয়েছে। এ ঘটনায় ব্যবসায়ী রেজাউকে ঘটনাস’ল থেকে গ্রেফতারের পর তার স্ত্রী তসলিমাকে মান্দা থানা পুলিশ গ্রেফতার করে নওগাঁ জেল হাজতে প্রেরত করেন। রহস্য উৎঘাটনের লক্ষ্যে রিমান্ডের নেওয়ার জন্য মান্দা থানা পুলিশ আবেদন করেছেন। উল্লেখ্য উপজেলার সতীহাট বাজারে গত বৃহস্পতিবার দিবাগত রাত অনুমান ১১টায়
উপজেলার গণেশপুর গ্রামের ছাগবর দেওয়ানের ছেলে সাইফুল ইসলাম রাকিব (১৭)কে তার ব্যবসায়ী পাটনার রেজাউল করিম খুন করেছে বলে অভিযোগ উঠেছে। মহাদেবপুর উপজেলার শিবরামপুর গ্রামের মৃত আয়েজ উদ্দিনের ছেলে রেজাউল করিম সতিহাট বাজারে ঘর ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে মুদির ব্যবসা চালিয়ে যাচ্ছে। দোকান সংলগ্ন পিছনের কক্ষটি আবাসিক হিসেব তার স্ত্রী ও একটি শিশু সন-ান নিয়ে বসবাস করে। রেজাউলের
দোকানের সামনেই ওই সাইফুল তার ছোট ভাইকে নিয়ে একটি চায়ের দোকান করত এবং সেখানে রাত্রি যাপন করত। সেই সুবাদে রেজাউল ও তার পরিবারের সাথে সখ্যতা গড়ে উঠে এবং দুজনের মিলে ওই ব্যবসার পাশাপাশি গরু কেনাবেচার ব্যবসা করত। লেনদেনের জের ধরে ওই খুন হয়েছে বলে স’ানীয়ারা ধারনা করছে। খুনের ঘটনা আড়াল করতে গনেশপুর ইউপির এক গডফাদার আড়ালে থেকে কলকাঠি নাড়াচ্ছে বলে গুঞ্জন শুনা যাচ্ছে। এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ আব্দু্ল্যাহেল বাকি জানান, এ ঘটনায় তার স্ত্রী জড়িত থাকতে পারে সন্দেহে তাকে গ্রেফতার করা হয়েছে। তথ্য উৎঘাটনের নানা বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলা হলে তিনি বলেন খুনের ঘটনার সঠিক তদনে-র স্বার্থেপ্রকাশ করা যাচ্ছে না।
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …