22 Chaitro 1431 বঙ্গাব্দ রবিবার ৬ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / অর্থনীতি / নওগাঁর মহাদেবপুর সর্বাধূনিক প্রযুক্তির অটোমেটিক রাইস মিল ‘‘কফিল এগ্রো ইন্ডাষ্ট্রিজ (প্রাঃ) লিমিটেড’’ এর উদ্বোধন

নওগাঁর মহাদেবপুর সর্বাধূনিক প্রযুক্তির অটোমেটিক রাইস মিল ‘‘কফিল এগ্রো ইন্ডাষ্ট্রিজ (প্রাঃ) লিমিটেড’’ এর উদ্বোধন

এনবিএন ডেক্স: নওগাঁর মহাদেবপুর উপজেলার হোসেনপুরে নব-নির্মিত সর্বাধূনিক প্রযুক্তির অত্যাধূনিক অটোমেটিক রাইস মিল ‘‘কফিল এগ্রো ইন্ডাষ্ট্রিজ (প্রাঃ) লিমিটেড’’ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে এর উদ্বোধন করেন যমুনা ব্যাংক প্রাইভেট লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোঃ বেলাল হোসেন।
মহাদেবপুরের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ, যমুনা ব্যাংক প্রাইভেট লিমিটেডের ব্যবস’াপনা পরিচালক মতিয়ার রহমান, কফিল এগ্রো ইন্ডাষ্ট্রিজ (প্রাঃ) লিমিটেডের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রাজ্জাক, যমুনা ব্যাংক লিমিটেডের মহাদেবপুর শাখার ব্যবস’াপক মোঃ মনিরুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ওসমান আলী প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে নওগাঁর ধান-চাল ব্যবসায়ী, বিভিন্ন ব্যাংক ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি অনুষ্ঠানে উপসি’ত ছিলেন।
কফিল এগ্রো ইন্ডাষ্ট্রিজ (প্রাঃ) লিমিটেড সুত্রে জানা গেছে, মহাদেবপুর উপজেলার হোসেনপুরে প্রায় ৮০ কোটি টাকা ব্যয়ে ১০ একর জায়গার উপর নব-নির্মিত কফিল এগ্রো ইন্ডাষ্ট্রিজে প্রতি ঘন্টায় ২৪ মেট্রিক টণ ধান ক্র্যাসিং করতে এ ধরনের সর্বাধুনিক মেশিন স’াপন করা হয়েছে। এখানে ক্র্যাসিংকৃত ধান থেকে উন্নত মানের চাল উৎপাদন হবে আর ধানের ব্র্যান্ড থেকে বাই প্রোডাক্ট হিসেবে মুরগী, গরু, হাঁসের খাবার এবং ভোজ্য তেল উৎপাদন করা সম্ভব হবে। এছাড়া এই ইন্ডাষ্ট্রি পুরোপুরি ভাবে চালু হলে শ্রমিকসহ কমপক্ষে ১ হাজার ৫০০ নারী-পুরুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে।#

আরও পড়ুন...

নওগাঁয় এন আর বি সি ব্যাংকের ২২ তম শাখার শুভ উদ্বোধন!!

এনবিএনডেক্স: নওগাঁয় এন আর বি সি ব্যাংক (এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড) এর ২২ তম শাখা …