22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / সিরাজগঞ্জে শাহজাদপুরে প্রতিমা বিসর্জনের সময় পানির মধ্যে প্রতিমার নিচে পরে দু জনের মৃত্যু

সিরাজগঞ্জে শাহজাদপুরে প্রতিমা বিসর্জনের সময় পানির মধ্যে প্রতিমার নিচে পরে দু জনের মৃত্যু

সিরপজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার থানাঘাট এলাকায় প্রতিমা বিসর্জন দেয়ার সময় প্রতিমার নিচে পরে দুজন যুবক নিহত হয়েছে। নিহত দুজন হলো উপজেলা সদরের বিনয়কুমার বসাকের ছেলে প্রকৌশলী গৌতম কুমার বসাক (৪০) এবং রাম সরকারের ছেলে সুমন সরকার (১৫)। এদের বাড়ী পৌরশহরের মনিরামপুর বাজারে। শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) রশিদুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গত কাল বৃহষ্পতিবার রাত আটটার দিকে প্রতিমা বিসর্জন দেয়ার সময় নিহত দুজন করতোয়া নদীর পানির মধ্যে লাফা লাফি করছিলো। এসময় প্রতিমা নৌকা থেকে পানিতে ফেলে দিলে দুজনই প্রতিমার নিচে পরে যায়। কিছুক্ষন পর প্রতিমা ভেসে উঠলে তার সঙ্গে গৌতমের লাশ ভেসে উঠে। পরে তীরে আনার সময় চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করে। এর দেড় ঘন্টা পর সুমনের লাশ ঘটনা স’ল থেকে একশত মিটার দূরে ভেসে উঠে। এবিষয়ে শাহজাদপুর পৌরসভা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি রামচন্দ্র সাহা জানান, নিহত দুজনই সাতার জানতোনা। ধারনা করা হচ্ছে প্রতিমার নিচে পানির মধ্যে তারা চাপা পড়ে ঘটনা স’লেই তাদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শাহজাদপুর হিন্দু সমপ্রদায়ের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …