7 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ২৩ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / নওগাঁয় মেলা ও প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হলো দূর্গোৎসব

নওগাঁয় মেলা ও প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হলো দূর্গোৎসব

এনবিএন ডেক্স: গত বৃহস্পতিবার রাতে নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের আত্রাই নদীতে প্রতীমা বিসর্জনের মধ্যে দিয়ে সনাতন ধর্মবলম্বীদের ৫ দিন ব্যাপী শারদীয় দূর্গোৎসব শেষ হয়েছে। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে উপজেলা সদরের আত্রাই নদীতে উপজেলার ১৩২ টি সহ পার্শ্ববর্তী মান্দা ও পোরশা উপজেলার বিভিন্ন গ্রামের দূর্গা প্রতীমা বিসর্জন করা হয়। এ সময় আত্রাই নদীর উভয়তীরে সর্বস-রের মানুষ দাঁড়িয়ে দূর্গা প্রতীমা বিসর্জনের এই নয়নাভিরাম দৃশ্য উপভোগ করেন। বেলা দুইটার পর থেকে বিভিন্ন পূজা মন্ডপ থেকে প্রতীমা সমূহ ট্রাক, ভ্যানগাড়ী, পিক-আপ ভ্যানে করে এনে আত্রাই নদীতে নৌকায় তোলা হয়। প্রতীমাবাহী নৌকা ছাড়াও পারিবারিক এবং বিভিন্ন ক্লাব সংগঠনের দুই শতাধিক নৌকা নদীর বুকে বিহার করতে থাকে। এসব নৌকায় যার যার পরিবারের সদস্যরা, ক্লাব সংগঠনের সদস্যরা উপসি’ত থেকে নৌবিহারে অংশ গ্রহণ করেন। অনেকেই নেচে গেয়ে দর্শকদের আনন্দ দেন। নৌকা থেকে নদীতে লাফিয়ে পড়ে জলকেলীতে মেতে উঠেন অনেকেই। ভক্তরা তাদের উদ্দেশ্যে বিভিন্ন খাবার দ্রব্যাদী ছুড়ে দেন। দক্ষিনে শিবগঞ্জ এবং বুড়া শিবতলা পর্যন- প্রায় ২ কিলোমিটার পথ জুড়ে চলতে থাকে নৌ বিহার। সেই সাথে প্রতিটি নৌকায় বাজতে থাকে ঢাক, ঢোল। মাইক এবং টেপ রেকর্ডারের শব্দে মুখরিত হয়ে উঠে নদী বক্ষ। প্রায় ৪/৫ ঘন্টা নৌবিহার শেষে সন্ধ্যার পর উপজেলার শ্মশান ঘাটে একে একে প্রতীমাগুলো ডুবিয়ে ফেলা হয়। গভীর রাতে ক্রমেই নদীর পানি শান- হয়ে আসে। শেষ হয় বিজয়া দশমীর কার্যক্রম এবং এ বছরের দূর্গোৎসব। আগামী আশ্বিনে আবার দেবী দূর্গা আসবে ভূবনে দুষ্টদের বিনাশ ও মহাশানিত্মর বার্তা নিয়ে এই আশা বুকে নিয়ে বাড়ী ফিরে যায় ভক্তরা। এ উপলক্ষে আত্রাই নদীর দুই তীরে বসে বাহারী মেলা। মেলায় গ্রামীণ ঐতিহ্যবাহী হাড়ি, পাতিল, লোহার তৈজসপত্র, নানান খেলনা, ঐতিহ্যবাহী জিলাপী ও বিভিন্ন খাবারের দোকান বসানো হয়। থানা পুলিশ, আনসার ভিডিপি’র সদস্যরা আইন-শৃঙ্গলা রক্ষার দায়িত্ব পালন করে। উপজেলা চেয়ারম্যান রিয়াছাত হায়দার টগর, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আখতারুজ্জামান, রাজনৈতিক নেতৃবৃন্দ মেলা পরিদর্শন করেন। মেলায় ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল জাতি গোষ্ঠির মানুষের এক বৃহৎ সমাবেশ ঘটে।#

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …