22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / মসজিদ কমিটির সভাপতির সাথে অশোভন আচরন করায় সিরাজগঞ্জের সলঙ্গা থানার দারোগা শামীম ক্লোজড

মসজিদ কমিটির সভাপতির সাথে অশোভন আচরন করায় সিরাজগঞ্জের সলঙ্গা থানার দারোগা শামীম ক্লোজড

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ  মসজিদ কমিটির সভাপতির সাথে অশোভন আচরন করায় সিরাজগঞ্জের সলঙ্গা থানার উপ-পরিদর্শক (দারোগা) শামিম আকতারকে ক্লোজড করা হয়েছে। পুলিশ সুপার মোশারফ হোসেন নিজেই তদন-পূর্বক মঙ্গলবার রাতে এ ব্যবস্থা নেন বলে তিনি জানান। এদিকে, বিষয়টি মিমাংশার জন্য তদবীরে শামীমকে জেলা পুলিশ লাইনে না গিয়ে বুধবার দুপুর পর্যন্ত নিজ থানাতেই অবস্থান করতে দেখা গেছে। জানা গেছে, সলঙ্গা থানার রামারচর মসজিদের কমিটি গঠন নিয়ে সভাপতি গোলাম জিলানী মুকুলের সাথে একই এলাকার রহিচ উদ্দিনের দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে। রহিচের জমির চাষাবাদের একটি ট্রাক্টর সোমবার দুপুরে মুকুলের নিকট আত্বীয় সেলিমের জমির মধ্যে দিয়ে যাবার সময় তার লোকজন বাঁধা দিলে রহিচ সলঙ্গা থানা পুলিশের শরনাপন্ন হন। পরদিন দুপুরে সলঙ্গা থানার দারোগা শামিম ঘটনাস’লে গিয়ে বিষয়টি পুরোপুরি না শুনেই মুকুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে একতরফা গালিগালাজ করেন। বিষয়টির প্রতিবাদ করায় দারোগা শামিম মুকুলকে তার সার্টের কলার ধরে থানায় নিয়ে আসে। এ ঘটনাটি জানাজানি হলে মুকুলের স্বজনরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানিয়ে প্রতিকার না পেয়ে পুলিশ সুপারকে জানায়। পরে পুলিশ সুপার নিজেই ঘটনাস’লে গিয়ে তাৎক্ষনিক ব্যবস’া নেন। এ প্রসঙ্গে মুকুল বলেন, রামারচর মসজিদের কমিটি গঠন নিয়ে প্রতিবেশী রহিচের সাথে কিছুটা ভূল-বোঝাবুঝি রয়েছে। দারোগা শামীম কোন কিছু না শুনেই হঠাৎ গ্রামে এসে একতরফা আমাকে গালাগালি করে সার্টের কলার ধরে এবং পরে মোটর সাইকেলে থানায় নিয়ে যায়। পুলিশ সুপারকে এ বিষয়টি জানালে পরে আমাকে ছেড়ে দেন। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হক বলেন, ভিকটিম নিজেই যেহেতু পুলিশ সুপার মহোদ্বয়কে অভিযোগ দিয়েছেন, তাই এ বিষয়ে আমার কিছু বলার নেই। পুলিশ সুপার মোশারফ হোসেন এ প্রসঙ্গে সমকালকে বলেন, দারোগা শামীমের বিরুদ্ধে সলঙ্গা থানার রামারচর মসজিদ কমিটির সভাপতি অভিযোগ করায় তাকে ক্লোজড করা হয়েছে। এদিকে, হাটিকুমরুল হাইওয়ে থানার এক পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, তাদের কাছেও দারোগা শামীমের বিরদ্ধে হাটিকুমরুল গোলচত্বর এলাকার স’ানীয় ব্যবসায়ীরা একাধিক অভিযোগ দিয়েছে। উল্লেখ্য, দারোগা শামীম জেলার কামারখন্দ থানায় সহকারী দারোগার দায়িত্ব থাকাকালীন সময়ে তার বিরুদ্ধে এক নারীঘটিত অভিযোগ উত্থাপিত হওয়ায় এর আগেও তাকে ক্লোজড করা হয়।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …