7 Agrohayon 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / নওগাঁর মহাদেবপুর শিক্ষা অফিসের অফিস সহকারীর বিরুদ্ধে বদলী ফাইল নোট দেয়ার জন্য উৎকোচ দাবী

নওগাঁর মহাদেবপুর শিক্ষা অফিসের অফিস সহকারীর বিরুদ্ধে বদলী ফাইল নোট দেয়ার জন্য উৎকোচ দাবী

এনবিএন ডেক্স: নওগাঁর মহাদেবপুর শিক্ষা অফিসের অফিস সহকারী আব্দুল বারীর বিরুদ্ধে বদলী ফাইল নোট দেয়ার জন্য  ৪-৫ শ টাকা উৎকোচ নেয়ার অভিযোগ করেছেন উপজেলার শ্রীরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন সুলতানা, পবাতৈড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন হোসেন ও শিবপুর রেজিঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান। তারা বলেন, গত ৫ অক্টোবর দুপুরে অফিসে বদলী ফাইল সম্পর্কে জানতে গেলে অফিস সহকারী আব্দুল বারী ৫শ টাকা উৎকোচ দাবী করেন। উৎকোচ দিতে আপত্তি জানালে ফাইল দেয়া হবে না বলে জানান। এব্যাপারে আব্দুল বারীর সাথে কথা বললে তিনি জানান, ফাইল নোট দিতে ৫শ টাকা নেয়া হয় না। অনেকে খুশি হয়ে ১-২’শ টাকা দেয়। এব্যাপারে উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার আনোয়ার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, গত ৫ অক্টোবর আব্দুল বারী সাহেবের সাথে কথা কাটাকাটির খবর শুনেছি। কিন’ ৫’শ টাকা নেবার কথা শুনিনি। তবে বিভিন্ন কাজে শিক্ষকেরা খুশি হয়ে ১-২’শ টাকা দিলে তাতে আপত্তি থাকে না। টাকা নেয়া বৈধ্য কিনা জানতে চাইলে তারা উভয়ে বিষয়টি এড়িয়ে যান।#

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …