22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / সাংবাদিকের তৎপরতায় ভুয়া এনজিওর কার্যক্রম বন্ধ, থানায় মামলা নওগাঁর মহাদেবপুরে ৫ লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়া ভুয়া এনজিও কেয়ার বাংলাদেশ ফাউন্ডেনের প্রতারক কর্মকর্তা আটক

সাংবাদিকের তৎপরতায় ভুয়া এনজিওর কার্যক্রম বন্ধ, থানায় মামলা নওগাঁর মহাদেবপুরে ৫ লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়া ভুয়া এনজিও কেয়ার বাংলাদেশ ফাউন্ডেনের প্রতারক কর্মকর্তা আটক

এনবিএন ডেক্স: নওগাঁর মহাদেবপুরে ৫ লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়া ভুয়া এনজিও কেয়ার বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতারক কর্মকর্তাকে মঙ্গলবার সন্ধায় গ্রেফতার করেছে পুলিশ। গত কয়েকদিন আগে মহাদেবপুর সদরে একটি অফিস ভাড়া নিয়ে কেয়ার বাংলাদেশ ফাউন্ডেশন নামে একটি ভুয়া এনজিও তার কার্যক্রম শুরু করে। সূত্রে জানাগেছে, মহাদেবপুর, পত্নীতলা এবং ধামইর হাট এলাকার প্রায় ২০ জন বেকার যুবক যুবতীকে ৯ হাজার টাকা বেতনের প্রলোভনে প্রকল্প সহকারী পদে নিয়োগ দেয় হয় এবং কর্মীরা কেয়ার মাইক্রো এন্টারপ্রাইজের প্রগতি কর্মসুচীর আওতায় ৫০ হাজার থেকে ৫ লক্ষ টাকা সিসি ঋণ দেয়ার জন্য উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক সদস্য ভর্তি করে। ১ লাখ টাকা ঋণের বিপরীতে ১ হাজার টাকা জামানত হিসেবে গ্রহণ করে এবং খরচ বাবদ প্রতি সদস্যের নিকট থেকে আরও ২২৫ টাকা করে জমা নেয়। সহজ শর্তে ঋণ পাবার আশায় উপজেলার ব্যবসায়ী মহল ভীড় জমায়। শুক্রবার ছুটির দিনেও অফিসে লেনদেন চালালে স’ানীয় সাংবাদিকের সন্দেহ হয়। উক্ত সাংবাদিকরেরা  ইউএনও আখতারুজজামানের নিকট উক্ত এনজিওর কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, এ ধরণের কোন এনজিওর কার্যক্রমের অনুমতি তার অফিস থেকে কেউ নেয়নি। পরদিন শনিবার সাংবাদিকেরা অফিসে এসে বিভিন্ন তথ্য জানতে চাইলে তাদের প্রতারণা ধরা পড়ে এবং প্রতিষ্ঠানটির কথিত পরিচালক (প্রশাসন) আবেদ আলী গা ঢাকা দেয়। এর পর থেকেই অফিসের কর্মীরা সকল কার্যক্রম বন্ধ করে দেয় এবং তার দেয়া ঠিকানা আবেদ আলী, পিতা ওমর আলী, সাবাই বাজার, মান্দা, নওগাঁয় খোঁজ নিয়ে জানতে পারে সে ভুয়া ঠিকানা ব্যবহার করেছে। খোঁজ খবরের এক পর্যায়ে জানা যায় কথিত আবেদ আলী মহাদেবপুর উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের চক কন্দপপুর গ্রামের ছাবেদ আলীর পুত্র ওয়াজেদ আলী। এ ব্যাপারে প্রতিষ্ঠানটির কথিত ভারপ্রাপ্ত এরিয়া ম্যানেজার মাহাতাব হোসেন বাদী হয়ে গতকাল বুধবার দুপুরে প্রতারক ওয়াজেদ আলীকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। উল্লেখ্য ওয়াজেদ আলীর বিরুদ্ধে এর আগেও বিভিন্ন ভুয়া এনজিও করে প্রায় কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …