এনবিএন ডেক্স: নওগাঁর মহাদেবপুর উপজেলায় অনুমোদন ছাড়াই ব্যাঙ্গের ছাতার মত বেড়েই চলেছে ওয়েল্ডিং মেশিন কারখানা। মেন রাস্তার দু’পার্শ্বে ওইসব ওয়েল্ডিং কারখানা গড়ে উঠায় পরিবেশ হুমকির মূখে পড়ছে। অপর দিকে উপজেলার সদরসহ বিভিন্ন বাজারে এই সব ওয়েল্ডিং কারখানায় অপ্রাপ্ত বয়স্ক বালকদের ঝুঁকি নিয়ে কাজ করানো হচ্ছে। মালিকেরা ওইসব ছিচকে অপ্রাপ্ত বালকদের স্বল্প বেতনে লোহা পেটানো ও ওয়েল্ডিং এর যাবতীয় কার্যক্রম চালিয়ে আসছে। অনেক এনজিও ওইসব ছিচকে অপ্রাপ্ত বালকদের কাজে না নেওয়ার জন্য প্রতিরোধ গড়ে তুললেও কোন প্রভাব পড়েনি তাদের উপর। এক শ্রেণীর মালিকেরা নিজের স্বার্থ হাসিল করতে ওইসব অপ্রাপ্ত বালকদের ব্যবহার করে চলছে। সমালোচকদের অভিমত প্রশাসনের একটু নজরদারীতেই ওইসব ঝরে পড়া শিশুরা শিক্ষায় শিক্ষত হয়ে বড় কিছু হতে পারে। দ্বায় সারাভাবে কোন কোন কারখানা মালিকেরা ইউনিয়ন পরিষদের মাধ্যমে স্বল্পমূল্যের ট্রেড লাইসেন্স গ্রহণ করে অবৈধ ভাবে বহাল তবিয়তে এই ওয়েল্ডিং ব্যবসা চালিয়ে যাচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপেস্নঙ এর ভারপ্রাপ্ত স্বাস্থ্য প্রশাসক আরএমও ডাঃ বিভাষ চঁন্দ্র ম্যানি জানান, ওয়েল্ডিং চলাকালে বিচ্ছুরিত অতি বেগুনি রশ্মি চোখের কর্ণিয়ায় আলছার সৃষ্টি করে, এবং চোখ অন্ধ হওয়ার সম্ভাবনা থাকে, যা চরম ক্ষতিকারক। তিনি সংশিস্নষ্ট কর্তৃপড়ক্ষকে এসব অবৈধ কারখানা বন্ধ করার দাবী জানিয়ে এলাকাবাসীর সুস্বাস্থ্য কামনায় আশু সু দৃষ্টি কামনা করেন।#
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …