সিরাজগঞ্জ প্রতিনিধি : বিতর্ক প্রতিযোগিতায় পক্ষপাতমূলক বিজয়ী ঘোষনা করাকে কেন্দ্র করে কাজিপুরে শিক্ষকের বেত্রাঘাতে ছাত্রী হাসপাতালে চিকিৎসার ঘটনা ঘটেছে গত শনিবার সকাল ১০টায় কাজিপুর উপজেলার রাণী দিনমণি উচ্চ বিদ্যালয়ে।
জানা গেছে, ৭ম ও ৯ম শ্রেণীর ছাত্র-ছাতীদের মাঝে ‘মেধা নয়, অধ্যবসায়ই সফলতার মূল’ বিষয়ের উপর গত ২৯সেপ্টেম্বর বিদ্যালয়ে এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ৯ম শ্রেণীর প্রতিযোগিরা বিজয়ী হন। কিন’ বিচারক মন্ডলীর পছন্দের দলকে পক্ষপাতমূলকভাবে বিজয়ী ঘোষনা করায় বিজয়ী ৯ম শ্রেণীর ছাত্র-ছাত্ররা এর প্রতিবাদ করে এবং এ রায় মানি না, মানিব না বলে স্লোগান দেয়। এতে শিক্ষক মন্ডলী ও প্রধান শিক্ষক চরমভাবে রেগে যায়। প্রতিবাদকারী ছাত্র-ছাত্রীদেরকে ডেকে এনে শ্রেণী কক্ষে তুলে বেদম মার-পিট করা হয়। এতে আমিনা, স্নিগ্ধা,বিথী ও শুভসহ অন-ত ১০/১২জন গুরুতর আহত হয়। আহতদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফলে ছাত্র, অভিভাবক ও শিক্ষকের মাঝে ত্রিমুখী উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিনিধিকে জানান ছাত্র-ছাত্রীরা বেয়াদবী করেছিল তবে বেত্রাঘাত করা হয়নি এবং সংশ্লিষ্ট অভিভাবকদের ডেকে খুব শ্রীঘ্রই এক আলোচনা বৈঠক করা হবে।
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …