7 Agrohayon 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / নওগাঁয় সমাজ বিরোধি কার্যকলাপের অভিযোগে এক গৃহবধূর মাথার চুল কেটে দিয়েছে প্রতিবেশিরা

নওগাঁয় সমাজ বিরোধি কার্যকলাপের অভিযোগে এক গৃহবধূর মাথার চুল কেটে দিয়েছে প্রতিবেশিরা

এনবিএন ডেক্স : নওগাঁয় অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলে আদিবাসী পরিবারের এক সন্তানের জননী এক গৃহবধূ শ্রীমতি মালা পাহান(২৩) এর মাথার চুল কেটে দিয়েছে প্রতিবেশীরা।অমানবিক চুল কেটে নির্যাতনের এ ঘটঁনাটি ঘটেছে গতকাল শুক্রবার সকালে জেলার মহাদেবপুর উপজেলার নওহাটা পুলিশ ফাঁড়ি এলাকার চেরাগপুর ইউপির চৌমাশিয়া(পাহান পাড়া)গ্রামে।নির্যাতনের শিকার শ্রীমতি মালা পাহানওতার স্বামী ভারত পাহান জানান,প্রতিবেশী পুতুল পাহান,মিনতি পাহান,তারা,মনি,দিপালী,ফুরকনিওসোহাগী পাহান সহ আরো কয়েক জন প্রতিবেশী মহিলা শুক্রবার সকাল ৮ টারদিকে ভারতের বাড়িতে ঢুকে গৃহবধূ মালাকে ঝাপটে ধরে মারপিট করেও জোরপূর্বক কাচি দিয়ে মাথার চুল কেটে ছেটে দেয় এবং তার কানের দুল ছিনিয়ে নেয় এ সময় তার স্বামী ভারত বাড়িতে ছিলনা বলে মালা জানান।এব্যাপারে পুতুল পাহান,মিনতি,তারা পাহান কানের দুল ছিনিয়ে নেয়াওমারপিটের ঘঁটনাটি সত্য নয় বলে দাবি করে সাংবাদিকদের জানায়,ভারতের বউ মালা সমাজ বিরোধী কাজ করেছে সে প্রায় ৮ মাস পূর্বে একই পাড়ার অবিবাহিত এক যুবক গনেষ এর হাত ধরে অজানার উদ্দেশ্যে পারি দেয় এবং প্রায় ৬ মাস পালিয়ে ঘর-সংসার করার পর বেশ কিছুদিন পূর্বে গ্রামে এসে পূর্বের স্বামী ভারতের বাড়িতে এসে ওঠে সে সমাজ বিরোধি কাজ করেছে ।এব্যপারে স্থানিয় ইউপি সদস্য তায়েজ উদ্দীন তরফদার(চেরু)জানান,ভারতের বউ মালা পাহান ঘঁটনাটি আমাকে জানিয়েছে এবং আমি বিষয়টি চেয়ারম্যান কে জানানোর জন্য বলেচি বলেও তিনি জানান।এব্যপারে থানায় মামলার পস’তি চলছে বলে মালা পাহান জানান।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …