22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / নওগাঁর মহাদেবপুর ঘোষপাড়া মোড়ে স্থায়ী মঞ্চ নির্মানের জোরালো দাবী এলাকাবাসীর

নওগাঁর মহাদেবপুর ঘোষপাড়া মোড়ে স্থায়ী মঞ্চ নির্মানের জোরালো দাবী এলাকাবাসীর

এনবিএন ডেক্স: নওগাঁর মহাদেবপুরে ঘোষপাড়া মোড় নামক স্থানে  একটিস্থায়ী মঞ্চ স্থাপনের দাবী দীর্ঘদিনের। গত শুক্রবার সেটি আরোও জোরালো হয়ে উঠে। যখন মঞ্চ স’াপনের জায়গায় এক প্রভাবশালী ব্যবসায়ী ব্যক্তি স্বার্থে সেখানে রাস্তা নির্মান করতে যান। এলাকাবাসী ও সড়ক ও জনপথ বিভাগ সুত্রে প্রকাশ, উপজেলার ঘোষপাড়া মোড়ে একটি আলফা ভবন নামে মার্কেট নির্মান করেন স্থানীয় ব্যবসায়ী আনোয়ার হোসেন। এর সামনে সড়ক ও জনপদের জায়গা। সেখানে নানা সময় বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজনের মঞ্চ তৈরি হত। সে জায়গায় আনোয়ার হোসেন রাস-া নির্মান করতে গেলে বাধা দেন এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগে সড়ক ও জনপদের পত্নীতলা জোনের প্রকৌশলী প্রদিপ কুমার মন্ডল দ্রুত রাস্তা নির্মানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেন। এতেও এলাকাবাসী ক্ষান- নন। এলাকাবাসী হাবিব, ওয়াজেদ, উজ্জল, ভুট্টু, ফারুক, মিলন, সাঈদ, মশিউর, এনামূল, মামুন অভিযোগ করে বলেন, আলফা ভবনের যে সিড়ি নির্মান করা হয়েছে সেটিও সরকারী জায়গার উপর নির্মিত। তারা আরো বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, জাতীয়তাবাদী দল, ছাত্রদল, যুবদল, শ্রমিকদল, ছাত্র সমাজ,  বিকল্প ধারা, উপজেলা প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান, বিভিন্ন শ্রমিক সংগঠনের আলোচনা সভা, বাসদের আলোচনা সভা, স্থানীয় স্পন্দন শিল্পি গোষ্ঠীর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এ ঘোষপাড়া মোড়ে মঞ্চ তৈরি করে পালিত হয়েছে। এখানে তখন থেকেই একটি স্থায়ী মঞ্চ নির্মানের দাবী ছিল উপজেলাবাসীর। এব্যাপারে উপজেলাবাসী সরকারের খাদ্য ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য স্থানীয় এমপি আলহাজ্ব ড. আকরাম হোসেন চৌধুরীর সুদৃষ্টি কামনা করেছেন।#

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …