এনবিএন ডেক্স: ব্যাংকের কোন কর্মচারী না হয়েও গত কয়েকদিন ধরে নওগাঁর মান্দায় ছিনতাই মামলার জামিনে থাকা এক আসামি রীতিমত সোনালী ব্যাংকের অফিসারের চেয়ারে বসে ব্যাংকিং কাজকর্ম করে যাচ্ছে। ওরা কারা এবং কোন ক্ষমতাবলে ওই চেয়ারে বসে কাজ করছে, এর কোন সদুত্তোর সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তরা দিতে না পারলেও বহাল তবিয়তে গতকাল বৃহস্পতিবারও তাদের দেখা গেছে কর্মকর্তার চেয়ারে। ব্যাংক শাখার এ অবস্থা গ্রাহকদের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। জানা গেছে, গত ২৮ আগস্ট মান্দা থানায় দায়ের করা একটি ছিনতাই মামলার আসামি হারুন অর রশিদ সমপ্রতি জামিন নিয়ে এলাকায় ফিরেছে। গত বুধবার (২৮ সেপ্টেম্বর) তাকে সোনালী ব্যাংক মান্দা শাখায় অফিসারের চেয়ারে বসে টাকা লেন-দেনসহ কাজকর্ম করতে দেখে ব্যাংকের গ্রাহকরা বিষ্মিত হয়ে পড়েন। টাকা ছিনতাই মামলার আসামি ব্যাংকের চেয়ারে থাকায় জামানতকারীরা তাদের টাকা লেন-দেনের ব্যাপারে চরম নিরাপত্তাহীন মনে করছেন। খোঁজ নিয়ে জানা যায়, রোববার (২৫ সেপ্টেম্বর) ওই ব্যাংকে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা ইসলাম তাঁর ব্যক্তিগত কাজে গিয়ে একই ধরনের ঘটনা দেখে প্রতিবাদ জানান। কে ওই যুবক? শাখা ব্যবস্থাপককে এমন প্রশ্ন করলে ব্যাংকের চেম্বার থেকে অতর্কিত ছুটে এসে হারুণ মহিলা ভাইস চেয়ারম্যানকে লাঞ্ছিত করে।
ভাইস চেয়ারম্যান আসমা ইসলাম জানান, ওই সময় নয়ন নামে আরেকজন ভভঘুরে যুবককেও তিনি হারুনের পাশে কর্মকর্তার চেয়ারে বসে ব্যাংকিং কাজ করতে দেখেছেন। এ ঘটনার সময় হারুনের সাঙ্গ-পাঙ্গরা ব্যাংকের টেবিলের কাঁচও ভাংচুর করেছে। ওইদিনই আসমা ইসলাম মান্দা থানায় একটি জিডি করেছেন। যার নম্বর ১০৪১। এছাড়াও ব্যাংকের পক্ষ থেকেও পৃথক একটি জিডি করা হয়েছে। কিন’ এরপরও গতকাল বৃহস্পতিবার আবারও হারুণকে দেখা গেছে ব্যংকের কর্মকর্তার চেয়ারে। ওইসব বিতর্কিত ব্যক্তিরা ব্যাংকের মত দায়িত্বশীল প্রতিষ্ঠানে কর্মচারী না হয়েও কিভাবে অফিসের কাজে জড়িত হচ্ছে, এমন প্রশ্নের কোন সদুত্তোর না পেয়ে গ্রাহকরা তাদের গচ্ছিত টাকা-পয়সার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। ব্যাংকের শাখা ব্যবস্থাপক শিবেশ্বর সাটিয়ার জানান, আনন্দ স্কুলের শিক্ষকদের বেতন ভাতা দেওয়ার কাজে হারুনের সহযোগিতা নেয়া হয়েছে।#
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …