21 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / স্বাস্থ্য / নওগাঁয় টিউবয়েলের পানি পান করা যাবেনা গুজবে আতংক

নওগাঁয় টিউবয়েলের পানি পান করা যাবেনা গুজবে আতংক

এনবিএন ডেক্স: নওগাঁয় বিশুদ্ধ পানির উৎস থেকে দূষিত পানি উঠার গুজব উঠেছে। গতকাল বুধবার সকাল থেকে এই গুজব ছড়িয়ে পড়ায় মানুষ আগে ভাগেই বিশুদ্ধ খাবার পানি সংগ্রহ করে রাখছে। জেলাজুড়ে এই আতংকে  অনেকেই পানি পান করতে ভয় পেয়েছেন।
জেলার পত্নীতলা উপজেলার কাটাবাড়ি গ্রামের আনোয়ার হোসেন, সাপাহার সদরের বাসিন্দা নজরুল ইসলাম, রানীনগর উপজেলার কুনোজ গ্রামের জহুরুল হক, মহাদেবপুরের সারোয়ার চৌধুরীসহ বেশ কয়েকজন মোবাইল ফোনে জানান, এলাকাজুড়ে মানুষের মাঝে এই অপ-প্রচারে হৈ-চৈ পড়ে গেছে।
নওগাঁ শহরের উকিল পাড়া এলাকার মজিবুর রহমান, পার নওগাঁ মহল্লার দুলাল হোসেন জানান, দুপুরের পর থেকে তারা টিউবয়েলের পানি পান করতে ভয় পাচ্ছেন।
তারা আরও জানান, মানুষের মুখে শোনা যাচ্ছে, ‘ভূগর্ভস- পানির স-রে কোন বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ায়  বুধবার দুপুর ২ টা থেকে নওগাঁ ও আসেপাশের এলাকার বিশুদ্ধ পানির উৎস টিউবয়েল থেকে দূষিত পানি উঠবে। যে পানি পান করলে মানুষের জটিল রোগসহ মৃত্যুও হতে পারে। ’
এ বিষয়ে জেলা জনস্বাস্থ্যয প্রকৌশল অধিদপ্তরের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী আব্দুল ওয়ারেছ জানান, এটি নিছক একটি গুজব। এই গুজবে কান না দেয়ার জন্য তিনি সকলকে পরামর্শ দিয়েছেন। #

আরও পড়ুন...

নওগাঁয় করোনা ভাইরাসে আরও ১ জনের মৃত্যু ঃ সর্বমোট মৃত্যু ২২ জনঃ নতুন আক্রান্ত ১০ জন ঃ সর্বমোট আক্রান্ত ১৩৭৪

এন বিএন ডেক্সঃ নওগাঁ জেলায় নতুন করে ১০ ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আরও …