22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / নওগাঁয় হাজতি জেএমবি সদস্যের মৃত্যু

নওগাঁয় হাজতি জেএমবি সদস্যের মৃত্যু

এনবিএন ডেক্স : নওগাঁ জেলা কারাগারে জেএমবির সদস্য মাহামুদুন নবী হিরো (২৪) নামের এক  হাজতির  মৃত্যু হয়েছে। রোববার দুপুর ১ টা ২০ মিনিটে  জেলার বজলুর রশিদ সাংবাদিকদের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছেন। নিহত মাহামুদুন নবী হিরো নওগাঁ সদর উপজেলার চক-প্রসাদ খাঁনপাড়া মহল্লার মৃত নজরুল ইসলামের ছেলে। সে ২০০৭ সালে পুলিশের হাতে ধরা পড়ে। এর পর থেকে নওগাঁ জেলা কারাগারে হাজত বাস করছিলো। তার বিরুদ্ধে আদালতে মামলা রয়েছে।
জেলার জানান, শনিবার বেলা ১১ টার দিকে হিরোর বুকে প্রচন্ড ব্যাথা অনুভুত হলে তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসারত অবস্থায় দুপুর ১ টার দিকে সে মারা যায়। পরে ময়না তদন্ত শেষে নিহতের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। নওগাঁর সিভিল সার্জন ডা: সোলায়মান আল ফারুক জানান, হিরো দীর্ঘ দিন ধরে হৃদ রোগে ভুগছিলেন, তবে ময়না তদন্ত রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত মত্যুর সঠিক কারন নিশ্চিত করা যাচ্ছেনা ।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …