এনবিএন ডেক্স: সোনালী ব্যাংক নওগাঁর মান্দা শাখায় উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান ও তার বাহিনী তান্ডব চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, সোনালী ব্যাংকে উপজেলার আনন্দ স্কুলে শিক্ষকেরা বিধি মোতাবেক তাদের জুন/জুলাই ১১ ও ২০০৬ সালের স্থাপিত স্কুলের জুলাই/ডিসেম্বর ১০ সেমিষ্টারের বেতন ভাতাদি উত্তোলনের জন্য সকাল থেকে ব্যাংকে ভিড় জমায়। সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান আসমা ইসলাম এসে বিধি বহিভূতভাবে কিছু শিক্ষকের বেতন ভাতাদি উত্তোলনের জন্য ওই ব্যাংকে এসে ব্যাংক কর্মকর্তাদের নিকট ক্ষমতার দম্ভ দেখিয়ে ও প্রভাব খাটিয়ে তাদের টাকা উত্তোলনের চেষ্টা করেন। এফডাব্লিউ এডি এনজিও কর্মকর্তা ও আসমা ইসলামের সহযোগিতা ছাড়াই নহলা কালুপাড়া আনন্দ স্কুলের শিক্ষক আবিরুন নেছাসহ বেশ কিছু শিক্ষক নিজে নিজে বিধিমোতাবেক অপর শিক্ষক হারুন আল রশীদকে নিয়ে টাকা তুলতে দেখতে পেয়ে তাদের সঙ্গে ওই মহিলা ভাইসচেয়ারম্যান বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পার্যায়ে তার পোষা টুলু, আবুবক্কর সিদ্দিক, রাসেল, করিম, নছেরসহ ১০/১২জনের বাহিনী দ্বারা ব্যাংকের ভিতরেই ওই শিক্ষকদের উপর হামলা চালিয়ে মারধর করে ব্যাংকের আসবাবপত্র ভাংচুর তছনছ করে তাণ্ডব লিলা চালিয়ে ওই শিক্ষক হারুন আল রশীদকে বল প্রয়োগ করে উপজেলা চত্বরে তাদের ওই এনজিও অফিসে আটকিয়ে রেখে নির্যাতন চালায়। মহুর্তের মধ্যে সংবাদটি চারদিকে ছড়িয়ে পড়লে অন্যান্য শিক্ষক, অভিভাবকসহ সচেতন মহল বিক্ষোভে ফেটে পড়ে এবং ভিকটিমকে উদ্ধার করে মান্দা থানা হাসপাতালে ভর্তি করে দেয়। পরিসি’তি বেগতিক দেখে ব্যাংক ম্যানেজার মান্দা থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ ঘটনাস’লে এসে পরিসি’তি নিয়ন্ত্রণে আনে। ব্যাংক গ্রাহকদের লেনদেনের সুবিধার জন্য পুলিশ মোতায়েন করে সন্ধ্যা পর্যনত্ম ব্যাংকিং কার্যক্রম চলতে দেখা গেছে। এ ব্যাপারে ওই ব্যাংকের ম্যানেজার শিবেস্বর শাটিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে জানান। ভাইস চেয়ারমানসহ তার লেলিয়ে দেয়া বাহিনীর বিচারের দাবিতে বিক্ষোভে ফেটে পড়া শিক্ষক, অভিভাবক ও সচেতনমহল উপজেলার প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ শেষে প্রসাদপুর বাজার চৌরাসত্মার মোড়ে একটি প্রতিবাদ সভাও করে। এবিষয় নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।#
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …