সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়িতে বেসরকারী মোবাইল কোম্পানী রবির দুই কর্মচারীর মোটর সাইকেলের গতিরোধ করে কুপিয়ে আহত করে ২ লক্ষ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১০টায় রবি মোবাইল ফোন কোম্পানীর এসআর সুমন (২৫) ও সহযোগী জুয়েল (৪২) বেলকুচি এলাকায় বিভিন্ন এজেন্টদের কাছ থেকে পাওনা টাকা নিয়ে মোটর সাইকেল নিয়ে ফেরার সময় সয়দাবাদের মুলিবাড়ি নামক স্থানে পৌছালে দূর্বৃত্তরা সিএনজি অটোরিকশা দ্বারা মোটর সাইকেল এর গতিরোধ করে। তারা সুমন ও জুয়েলকে কুপিয়ে আহত করে তাদের কাছে রক্ষিত ২ লক্ষ টাকা ও মোবাইল সিম কেড়ে নিয়ে পালিয়ে যায়। পরে ঐ এলাকার লোকজন গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে বেসরকারী হাসপাতালে ভর্তি করে। এই রিপোর্ট লেখা পর্যন্ত (রাত সাড়ে ১০টা) সদর থানায় মামলার প্রস্তুতি চলছিল।