এনবিএন ডেক্স: নওগাঁ বিএমসি মহিলা কলেজের নতুন হোষ্টেলে বিপা (১৭) নামের এক আবাসিক ছাত্রী আত্নহত্যা করার চেষ্টা করেছে। গত বুধবার রাত ১২ তাকে গুরুত্বর অসুস্থ্য অবস্থায় জেলা সদর হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।
বিপা নওগাঁ শহরের হোটেল পট্টি মহল্লার আলমগীর হোসেনের মেয়ে ও বিএমসি মহিলা কলেজের বিজ্ঞান প্রথম বর্ষের ছাত্রী।
হোষ্টেলের আবাসিক ছাত্রীরা জানায়, বুধবার গভীর রাতে বিপা ‘বাঁচাও-বাঁচাও’ বলে চিৎকার দিলে সবাই আতংকিত হয়ে পরে। এসময় বিপাকে বিছানায় ছটফট করতে দেখে দ্রুত হাসপাতালে নেয়া হয়।
হোষ্টেল সুপার প্রভাষক রোস্তম আলী জানান, পারিবারিক বিষয়কে কেন্দ্র করে বিপা একসাথে ৩০ টি ঘুমের ট্যাবলেট খেয়ে আত্নহত্যা করার চেষ্টা করে। গত বৃহস্পতিবার দুপুরে বিপাকে চিকিৎসার পর তার পরিবারের লোক জন এসে নিয়ে যায়।
nbn24.net সত্যের সন্ধানে আমরাই শির্ষে