এনবিএন ডেক্স: নওগাঁর মহাদেবপুরে পাকা সড়কের উপর হাট বসে কেনা বেচা চলায় দীর্ঘ যান জট সৃষ্টি সহ হর হামেশা দুর্ঘটনার শিকার হচেছ পথচারী।শনি ও বুধবার দু দিন বসে এ হাট ।এখানে কাঁচা সবজি সহ প্রায় ১ হাজার মন ধান কেনা বেচা চলে স্থানীয় চার মাথা মোড় থেকে উপজেলা গেট পর্যনত্ম পাকা সড়কের উপর। সড়কের উপর হাট বসার ফলে রোগীকে জরুরী হাসপাতালে নেওয়া এবং থানা সদরে দ্রত সেবা নিতে ব্যার্থ হচেছ উপজেলা বাসী । শনি ও বুধবার হাটবার দু দিন পুরো অর্ধ কিলোমিটার সড়কটি বন্ধ হয়ে পড়ে সড়কের উপর হাট বসে কেনাবেচার কারনে। এখানে কাঁচা সবজি সহ খোলা আকাশের নিচে ধান কেনা সময় বৃষ্টি অথবা দুর্যোগ আবহাওয়া দেখা দিলে চরম বেকায়দায় পড়ে ক্রেতা বিক্রেতারা। এ সময় বৃষ্টির পানিতে সড়কের উপর ফেলে রাখা ধান ভেসে যায়। মহাদেবপুর উপজেলারউত্তর গ্রাম থেকে ধান বিকাতে আসা সাইদুর রহমান জানালেন আবহাওয়া খারাপ হলে বেপারীরা ধান কিনতে আগ্রহ দেখায় না এর ফলে সসত্মায় ধান বিকাতে বাধ্য হচিছ । এ ব্যাপারে মহাদেবপুর উপজেলা চেয়ারম্যান রিয়াছাত হায়দার টগর জানান, কিছু সুবিধা বাদি লোক সড়কের উপর হাট বসিয়ে দীর্ঘ দিন থেকে ফায়দা হাসিল করছে । বিষয়টি স্থানীয় প্রশানের কাছে অবগত করার পর রহস্য জনক কারনে কোন প্রদক্ষেপ নিতে দেখা যাচেছ না । অনাহত এ হাট বসার ফলে সড়কের উপর দিয়ে রিকসা ভ্যান চলাচল করার সময় ছোট খাট দুর্ঘটনা হরহামেশা লেগে রয়েছে । ব্রীজ মোড় থেকে থানা সদর গেট এবং উপজেলা গেট জুরে বসে এ হাট । এর ফলে রোগীকে জরুরী হাসপাতালে নেওয়া অথবা দ্রত থানার কোন সহায়তা নিতে দীর্ঘ যান জটে পড়তে হয় এলাকা বাসীকে। বিষয়টি নিয়ে মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আক্তারুজ্জামানের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন এ ব্যাপারে সমন্বয় সভায় আলোচনা করে সিদ্ধানত্ম নেওয়া হবে । ব্যাবসায়ী ও বিক্রেতাদের দাবী নির্ধারিত কোন খোলা জায়গায় ধানের হাট বসানো হলে জন দুর্ভোগ লাঘব সহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবে এলাকা বাসী ।
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …