এনবিএন ডেক্স: বহুমূখী শিল্প কারখানা গড়ে না উঠায় যে কোন প্রাকৃতিক বির্পযয়ে মকে যেতে পারে নওগাঁর অথনৈতিক কাঠামো। কারন নওগাঁ জেলার সম্পূর্ণ অবকাঠামোই গড়ে উঠেছে শুধু মাত্র কৃষির উপর নির্ভর করে। এ জেলায় যত শিল্প কারখানা গড়ে উঠেছে তা সমপূর্ণই কৃষি নির্ভর। জেলায় একমাত্র ইটভাটা ছাড়া অকৃষিজাত কোন শিল্প কারখানা গড়ে উঠেনি। এজন্য আমদানী নির্ভর ব্যবসায়ী ও চাকরীজীবি ছাড়া সাধারন মানুষকে নির্ভর করতে হয় কৃষির উপর। এ জেলায় কৃষি পূণ্যের মধ্যে সর্বাধিক উৎপাদিত পণ্য হিসাবে ধান উল্লেখযোগ্য। বছরে ৩ বার ওইসব জমিগুলোতে প্রায় সাড়ে ৬ হেক্টর ধান উৎপাদন হয়ে থাকে। এই ধান জেলার চাহিদা পূরণ করে দেশের অনান্য জেলায় রপ্তাতি হয়ে থাকে। এ জন্য নওগাঁয় শিল্প হিসাবে সবচাইতে গড়ে উঠেছে চাউলকল। এ কারনে এলাকার ব্যবসায়ীরা চাতাল ব্যবসায় ঝুকে পড়েছে। ধানের পর উৎপাদিত পণ্যের মধ্যে রয়েছে আলু, গম, সবর্জি, তৈলজাত ফসল,ডাল ইত্যাদি। তবে পাটের বাজার মূল্য পরে যাওয়ায় পাট চাষ প্রায় বন্ধ হয়ে গেলেও বর্তমানে কৃষকদের মধ্যে পাট চাষের আগ্রহ বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলায় ব্যাপক হারে বেগুনের চাষ হচ্ছে। এ উপজেলার বেগুন চাষীরা এলাকার চাহিদা মিটিয়ে প্রতিদিন শ’শ’ ট্যাক্র ভর্তি বেগুন অন্য জেলাতে রপ্তানী করে আসছে। ফারাক্কার বিরুপ প্রভাব ও অনাবৃষ্টির কারনে জেলায় ধান চাষে পানির প্রয়োজন মেটাতে চাপ বৃদ্ধি পাচ্ছে ভূগর্ভস’ পানির উপরে। একারনে ধানের মৌসূমে কৃষি জমি ছাড়াও গৃহস’লী কাজে ভূগর্ভস’ পানির উপর চাপ বৃদ্ধি পায়। এই ভূগর্ভস’ পানি তূলতে চাহিদা বৃদ্ধি পায় বিদুৎ ও জ্বালানি তেলের উপর। চাহিদার তুলনায় এ জেলায় বিদ্যু সমরবরাহ অর্ধেকেরও কম থাকায় সার্বিক কাজ কর্মে কার প্রভাব পড়ে এবং আয়ের পরিমানও কমে যায়। সম্পূর্ণ কৃষি নির্ভরশীল নওগাঁ জেলায় বছরে যে কোন কোন প্রকৃতিক বিপর্যয় যেমন, বন্যা বা ক্ষড়া দেখা দিলে অন-ত একটি মৌসূমের ধান নষ্ট হয়ে পড়ে। ফলে কোন কোন এলাকায় ওই মৌসূমের ফসল নষ্ট হয়ে গেলে কমপক্ষে ৩ মাসের জন্য অভাব দেখা দেয়। তবে এক সাথে এ জেলায় বন্যা ছাড়া অন্য কোন প্রাকৃতিক বিপর্যয় দেখা যায়নি। ১৯৮৫,১৯৮৮,১৯৯২, ১৯৯৩,এবং ১৯৯৫ সালে ভারতের উজান থেকে ধেয়ে আসা পানির কারনে নওগাঁ জেলায় দীর্ঘস্থায়ী বন্যা দেখা দিয়েছিল। ফলে ওইসময় জেলায় সাধারন জনগনকে চরম অর্থকষ্টের মধ্যে দিয়ে দিন অতিবাহিত হয়েছিল। ১৯৯৫সালের পর অনাবৃষ্টির কারনে এলাকা ভেদে কৃষি বিপর্যয় নেমে এলেও জেলার অন্য এলাকার উদ্ধত্ত উৎপাদন দিয়ে অভ্যন্তরীণ চাহিদাকে মেটানো সম্ভব হয়েছে। অধিক বৃষ্টিপাতে যেমন বন্যার আশংকা থাকে ঠিক তেমনই আদ্র আবহাওয়ায় ধানে পোকা-মাকড়ের আশংকাও বেশী থাকে। নওগাঁ জেলাবাসী সরকারের প্রতি দাবী জানান, শুধুমাত্র কৃষির উপর নির্ভরশীল না হয়ে অর্থনীতির চাকা সচল রাখতে অন্যান শিল্প কারখানা গড়ে তুলে এলাকার মানুষের প্রাণের দাবী।#
Home / অর্থনীতি / নওগাঁয় বহুমূখী শিল্পকারখানা গড়ে না উঠলে যে কোন প্রকৃতিক বিপর্যয়ে অর্থনীতির চাকা থেমে যাওয়ার আশংকা
আরও পড়ুন...
নওগাঁয় এন আর বি সি ব্যাংকের ২২ তম শাখার শুভ উদ্বোধন!!
এনবিএনডেক্স: নওগাঁয় এন আর বি সি ব্যাংক (এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড) এর ২২ তম শাখা …