এবিএন ডেক্স: নওগাঁর সাপাহার উপজেলা সদরের তিলনা মোড়ে প্রকাশ্য দিবালোকে একটি রোগাক্রান্ত মৃত প্রায় গরু জবাই করে অন্য একটি ভালো গরুর মাংসের সাথে মিশিয়ে বিক্রির চেস্টার ঘটনায় জড়িত মাংস বিক্রেতাদের মাংস সহ আটকের পর কৌশলে ছেড়ে দিয়েছে সাপাহার থানার পুলিশ। এ ঘটনায় স্থানীয় পুলিশের ওই কর্মকর্তার রহস্য জনক ভূমিকা নিয়ে সচেতন মহলে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।
স্থানীয় লোকজন জানান,সাপাহার মাংস বাজারের কসাই ও উপজেলার ওড়নপুর গ্রামের বাসিন্দা ,আলতাফ হোসেন ,হারুন ও মমতাজ উদ্দীন গতকাল শুক্রবার রাতে উপজেলা সদর ইউনিয়নের উঁচা ডাঙ্গা আদিবাসী পাড়ার বাসিন্দা শ্রী কার্তিক এর নিকট থেকে নামে মাত্র দুই হাজার টাকা মূল্যে দিয়ে তার মৃত প্রায় রোগাক্রান্ত ওই গরু টি ক্রয় করে ভ্যান রিকসা যোগে বাজারের তিলনা মোড়ে নিয়ে আসে এবং জবাই করে অন্য গরুর মাংসের সাথে মিশিয়ে কমদামে পরদিন সকাল হতে হাঁটুরে লোকজনের নিকট বিক্রির প্রসু’তি চালানোর সময় স্থানীয় লোকজন বিষয়টি সাপাহার থানা পুলিশে অবগত করে সংবাদ পেয়ে সাপাহার থানার এস আই সিরাজ ঘটনাস’লে পৌঁছে জবাইকৃত রোগাক্রানত্ম গরুর মাংস গুলি বিক্রি বন্ধকরে দিয়ে তা উদ্ধার সহ কসাইগণ কে আটক করে সঙ্গে সঙ্গে মাংস গুলি পরিক্ষা করার জন্য উপজেলা পশু সম্পদ কর্মকতার দপ্তরে নিয়ে যাওয়ার নাম করে জন সাধারনের চোখে ধুলু দিয়ে কসাই দের ঘটনাস’ল হতে সরে পড়তে সহায়তা করে। এ ঘটনার দীর্ঘ সময় পরেও মাংস বিক্রেতাদের কোন খোঁজ খবর না পাওয়ায় জনতা ঘটনাস’ল হতে চলে গেলে চতুর কসাইগণ ওই পুলিশ কর্মকর্তার সাথে সমঝোতা করে তড়িৎ গতিতে লোকজন দিয়ে ওই মাংস সরিয়ে ফেলেছে বলে ও অভিযোগ উঠেছে। খোঁজ নিয়ে জানা গেছে শনিবার দিন সরকারি ছুটি থাকায় স’ানীয় পশু সম্পদ অধিদপ্তর এ কোন ডাক্তার /কর্মচারী উপস্থিত ছিলনা। এ বিষয়ে সাপাহার থানার অফিসার্স ইনচার্জ আব্দুলা আল মাছউদ চৌধুরীর- সরকারি ০১৭১৩৩৭৩৮৪৫ ও এস আই সিরাজের-০১৭১৬৪৭২০৩৭ নম্বার মোবাইল ফোনে বার বার ফোন দেওয়া হলেও এ রিপোর্ট লেখার শেষ মুহুর্ত পর্যনত্ম দুই পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের ফোন রিসিভ না করায় পুলিশের রহস্যজনক ভূমিকা ও বিরুদ্ধে জনতার আনীত এ অভিযোগের বিষয়ে তাদের কোন মতামত পাওয়া যায়নি।#
Home / সারাদেশ / নওগাঁয় সাপাহারে মৃতঃপ্রায় গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা ,প্রশাসনের রহস্যজনক ভূমিকা
আরও পড়ুন...
নওগাঁয় বিশ্ব মান দিবস পালিত
নওগাঁ প্রতিনিধিঃ “সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে-মান”এ প্রতিপাদ্যে নওগাঁয় বিশ্ব মান দিবস পালিত হয়েছে। …