22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / সিরাজগঞ্জে ৮৯০ বোতল ফেনসিডিল উদ্ধার মাইক্রোবাসসহ আটক ৩

সিরাজগঞ্জে ৮৯০ বোতল ফেনসিডিল উদ্ধার মাইক্রোবাসসহ আটক ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বঙ্গবন্ধুসেতু পশ্চিম থানার গোল চত্বর এলাকা থেকে শুক্রবার সন্ধ্যায় একটি মাইক্রোবাসে তল্লাশি করে ৮৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে। বঙ্গবন্ধুসেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার  রাত ৮টায় রাজশাহীর চারঘাট থেকে একটি মাইক্রোবাস নম্বর (ঢাকা মেট্রো-গ-১১-৪৬৭৫) ঢাকা যাওয়ার পথে সেতুর পশ্চিমের গোলচত্বরে থামিয়ে তল্লাশি করা হয়। এসময় মাইক্রোবাস থেকে ৮৯০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী চারঘাট এলাকার মানিক (২৫), মুকুল (৩০) ও রাজ্জাক (২৮)কে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাইক্রোবাসটিকে জব্দ করা হয়েছে। বঙ্গবন্ধুসেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন...

বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি

নওগাঁ প্রতিনিধি: আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় …