পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ার বান্ধব পাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন দিনমজুর আলম পেয়াদা বসতবাড়ির লোকজনকে গত বুধবার সন্ধ্যায় ঘর থেকে বের করে আওয়ামীলীগের অফিস বানিয়ে দখলের অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত পাখি বেগম (৪৫) মঠবাড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। আলম জানান, সৌদি প্রবাসী আওয়ামীলীগ নেতা ইউসুফ মাহামুদ ফরাজী দলবল নিয়ে গত বুধবার তার পরিবারের ৩ মহিলা সদস্যকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দেয়। এ সময়ে তারা ঘরের মালামালও নিয়ে যায় এবং ঘরের সামনের অংশের দোকানে আওয়ামীলীগের সাইন বোর্ড লাগিয়ে দখল করে নেয়। অভিযুক্ত আওয়ামীলীগ নেতা ইউসুফ ফরাজী জানান, ওই বাড়িটি হক পেয়াদার ছিল । তার ছেলেদের কাছ থেকে ঘরটি ভাড়া নিয়ে আওয়ামীলীগের অফিস করা হয়। মঠবাড়িয়া থানার ওসি আবু যাহিদ জানান, ওই বাড়িটির মালিকানা নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। বুধবার আলমের লোকজন বাড়িটি দখল করতে গেলে হক পেয়াদার ছেলেরা বাধা দেয় । পরে হক পেয়াদার ছেলে রেজাউল বাদী হয়ে মঠবাড়িয়া থানায় আলম সহ ৭ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে ।ওই ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি শাজাহান বাদশা দখলের সত্যতা সী্বকার করে বলেন, ইউসুফ ফরাজী ওয়ার্ড আওয়ামীলগের কোন সদস্য নয়, এতে আওয়ামীলীগের কোন নেতাকমী জড়িত নয়।
আরও পড়ুন...
মোহাম্মদ আবদুল করিম পলাশ এর জানাজা ও দাফন সম্পন্ন
আরটিভি’র সংবাদ প্রযোজক মুহম্মদ আবদুল কাইয়ূম পাভেল এর বড় ভাই মোহাম্মদ আবদুল করিম পলাশ আর …