12 Boishakh 1431 বঙ্গাব্দ শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / কৃষি সংবাদ / স্বরূপকাঠিতে আমড়া গাছে পোকার আক্রমন: দুশ্চিন্তায় চাষীরা

স্বরূপকাঠিতে আমড়া গাছে পোকার আক্রমন: দুশ্চিন্তায় চাষীরা

পিরোজপুর প্রতিনিধিঃ পোকার আক্রমনে স্বরূপকাঠির আমড়া চাষীরা অসি’র হয়ে পড়েছে। এক ধরনের লেদা পোকা গাছের সব পাতা খেয়ে ফেলেছে। অধিকাংশ গাছে এখন পাতা দেখাযায না্‌। ডাল পালার সাথে থোকায় খোকায় ঝুলে রযেছে আমড়া্‌। কোন কোন বাগানে পাতা না থাকায় এখন আমড়ার উপড় আক্রমন শুরু হয়েছে। আমড়া বাগান সমৃদ্ধ আটঘর কুড়িয়ানা ঘুরে দেখা যায় অসংখ্য বাগানের করুন অবস্থা। পোকা দমনের কীট নাশক ব্যবহার করেও কোন ফল হচ্ছে না বলে চাষীরা জানিয়েছেন।উপজেলার সর্বত্রই কমবেশি আড়ার বাগান রয়েছে। আটঘর কুড়িয়ানা, জলাবাড়ী, সমুদয়কাঠি, গুয়ারেখা, দৈহারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় একই চিত্র দেখাযায়। অন্যান্য ইউনিয়নে খোজ নিয়ে জানাযায় সর্বত্রই এক অবস্থা বিরাজ করছে। আটঘর কুড়িয়ানা ইউনিয়নের চেয়ারম্যান শেখর কুমার সিকদার, পেয়ারা চাষী বঙ্কিম মন্ডল, নিত্যানন্দ সমদ্দার, দীনেষ চন্দ্র মন্ডল, জলাবাড়ীর আব্দুস সোবাহান, সমুদয়কাঠির সাবেক মেম্বার রাধিকা বাবু, নির্মল বেপারী, গুয়ারেখার নির্মল হালদার জানান প্রথমে দু’একটি পোকা পাতা খেতে শুরু করে। ও্‌ পোকা দমনের পদক্ষেপ নেযার আগেই দু’তিন দিনের মধ্যে গোটা গাছে বিদ্যুৎ বেগে ছড়িয়ে পড়ে। তারা জানান পাতা খাওয়া ছাড়াও পোকাগুলো ছিদ্র করে আমড়ার মধ্যে ঢুকে পড়ে।এ বিষয়ে স্বরূপকাঠি উপজেলা কৃষি কর্মকর্তা হৃদয়েশ্বর দত্ত জানান আমড়ার গাছে রোগবালাই খুব কমই হয়। যেকারনে চাষীদের মধ্যে সচেতনতা খুবই কম। বিটল জাতের পোকার প্রদুর্ভাব হঠাৎ করেই দেখা দেয়। সাধারনত বর্ষা মৌসুমে এবং মেঘলা আবহাওয়ায় এ পোকা আক্রমন করে। এবং খুব তড়িৎ বংশ বিস-ার করে। পোকা গাছের পাতা খেয়ে গাছকে পাতা শুন্য করে ফেলে। পোকার আক্রমন দেখা দিলে যেকোন ধরনের স্পর্শ বিষ ৭ দিন পর পর জ্জ বার প্রয়োগ করলে পোকা ধংস হয়। এমুহুর্তে আমড়া পরিপক্ষ হযে গেছে সুতরাং এখন আর ঔষধ ব্যবহার করা যাবেনা। তাতে মানুষের শরীরে ক্ষতি হতে পারে। যেকারনে কোন ঔষধ ব্যবহার না করে আমড়াগুলো বিক্রি করে দেয়াই উত্তম্‌। তিনি আরো জানান লেদা পোকার আক্রমন থেকে নিরাপদ থাকতে গাছে মুকুল আসার পর ১৫ দিন পর পর ৩/৪ বার বাজারের যেকোন ধরনের কীট নাশক প্রয়োগ করলে লেদা পোকার আক্রমনের ভয় থাকে না্‌ । ফুট পাম্পের সাহায্যে পুরো গাছ বিজিযে সেপ্র করতে হবে। তাহলে লেদা পোকার আক্রমন থেকেনিরাপদ থাকা যাবে।

আরও পড়ুন...

খাদ্যশস্য ধারণক্ষমতা ৩৫ লাখ মেট্রিকটনে উন্নীত করা হবে: নওগাঁয় খাদ্যমন্ত্রী

এনবিএন ডেক্সঃ  খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশের খাদ্যগুদামে খাদ্যশস্য ধারণ ক্ষমতা ৩৫ লাখ মেট্রিকটনে …