19 Agrohayon 1431 বঙ্গাব্দ বুধবার ৪ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / তরুনী উত্যক্তকরন ও যৌন হয়রানীর বন্ধে ও জনসচতেনতা বৃদ্ধির লক্ষ্যে নওগাঁয় উঠান বৈঠক অনুষ্ঠিত

তরুনী উত্যক্তকরন ও যৌন হয়রানীর বন্ধে ও জনসচতেনতা বৃদ্ধির লক্ষ্যে নওগাঁয় উঠান বৈঠক অনুষ্ঠিত

এনবিএন ডেক্স:  নারীর মানবাধিকার প্রতিষ্ঠা ও তরুনী উত্যক্তকরন ও যৌন হয়রানীর বন্ধে ও জন সচতেনতা বৃদ্ধি করনের লক্ষ্যে নওগাঁয় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সুলতানপুর মহল্লায় নওগাঁ জেলা মহিলা পরিষদ এর আয়োজন করে। পরিষদের জেলা শাখার সভানেত্রী ফেরদৌসী রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে পরিষদের সাধারন সম্পাদিকা অধ্যাপিকা নূরজাহান বেগম, সাংগঠনিক সম্পাদিকা ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পারভীন আকতার, লিগ্যাল এইড সম্পাদিকা মমতাজ বেগম, নারী নেত্রী কাজী নার্গিস মাহফুজা, তসলিমা আলম, ফেরদৌসী আকতার রুনু প্রমুখ বক্তব্য রাখেন। বৈঠকে শতাধিক নারী উপসি’ত ছিলেন।#

আরও পড়ুন...

নওগাঁ সুষ্ঠু আইন শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে মতবিনিময় সভা

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ ফ্যাসিবাদি স্বৈরাচার প্রতিরোধ, দুর্নীতিবাজ, ভূমিদস্যু, মাদক সিন্ডিকেট, সন্ত্রাসী চিহ্নিতকরণ, সুষ্ঠু আইন শৃঙ্খলা …