2 Joishtho 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ১৬ মে ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / কৃষি সংবাদ / কালের আবর্তে বিলুপ্ত হচ্ছে নওগাঁয় চাষাবাদে লাঙ্গল, মই ও হালের বলদের ব্যবহার

কালের আবর্তে বিলুপ্ত হচ্ছে নওগাঁয় চাষাবাদে লাঙ্গল, মই ও হালের বলদের ব্যবহার

এবিএন ডেক্স: দেশের গ্রামীন জনপদে কৃষিকাজে ব্যবহৃত লাঙ্গল, মই ও হালের বলদের ব্যবহার বিলুপ্ত হচ্ছে। পাওয়ার ট্রিলার (ট্রাক্টর) কেড়ে নিচ্ছে শ্রমিকদের কাজ। মৌসুমেও শ্রমিকরা চাষের সরঞ্জামাদি বিভিন্ন হাটে আনা নেওয়া করছে। কিন’ বিক্রি বলতে গেলে একেবারেই নেই। মূলত গ্রামাঞ্চলের কৃষকরা জমিতে চাষাবাদ করতে হালের বলদ, লাঙ্গল, মই নিয়ে ব্যস- হয়ে পড়তো। লাঙ্গল, মই তৈরীর কাজে জড়িত বদলগাছির আধায়পুর, বালুভরা, মান্দা, দেলোয়াবাড়ী, সাপাহার, পত্নিতলা সদরের ছোট বড় শতাধিক গ্রামের প্রায় সহস্রাধিক শ্রমিক। তারা এইসব সরঞ্জামাদি বিক্রি করে সংসার চালায়। গত ১০/১৫ দিন ধরে রাণীনগর, আত্রাই, ধামইরহাট, পোরশা এবং বিভিন্ন বাজারসহ প্রত্যেক হাটবাজারে হাটের দিনে দেখা যায় শ্রমিকরা লাঙ্গল ও মই বিক্রি করতে আসে এবং সারিবদ্ধভাবে সাজিয়ে রাখে। কিন’ বিক্রি করতে না পারায় সন্ধ্যায় আবার বাড়িতে ফেরত নিয়ে যায়। এমন দৃশ্য প্রায়ই দেখা যায়। উপজেলাগুলো প্রায় জমিতে বর্তমানে চাষাবাদ করা হচ্ছে পাওয়ার ট্রিলার দিয়ে। যার ফলে কৃষকদের সেই পুরনো ঐতিহ্য জেলার সব উপজেলাতে বিলুপ্ত হয়ে পড়ছে। গত ৩/৪ বছর যাবত জেলার সকল উপজেলায় প্রায় গ্রামের চাষী জমির মালিকরা চাষাবাদের জন্য ব্যবহার করছে ট্রাক্টর। এতে ট্রাক্টরের প্রচলন সর্বত্র ছড়িয়ে পড়েছে। এই কাজে নিয়োজিত প্রায় ১০ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছে। সেই সঙ্গে হারিয়ে যেতে বসেছে কৃষকদের সেই পুরানা ঐতিহ্য। অপরদিকে চাষী জমির মালিকরা মনে করছে, আধুনিক কৃষি প্রযুক্তির যুগে এর সাথে তাল মিলিয়ে চলতে হলে ট্রাক্টর ব্যবহার ছাড়া উপায় নেই। কারণ ট্রাক্টর দিয়ে চাষাবাদ করলে সময় কম লাগে, এছাড়া পরিশ্রমও কম হয়। তাছাড়া চাষাবাদের মানও ভালো। এছাড়া ট্রাক্টর দিয়ে চাষাবাদ করা ঝুকিপূর্ণ বটে। যেকোন সময় দূর্ঘটনা ঘটতে পারে। বর্তমান সরকার কৃষকদের মাঝে ২৫% ভর্তুকী দিয়ে ট্রাক্টর বিতরণ করে আরও উৎসাহ প্রদান করছে। ফলে বলদ গরু হাল, মই, লাঙ্গল চাষীদের কাছে প্রয়োজনীয়তা ক্রমেই কমে আসছে। ট্রাক্টর দিয়ে জমি চাষ ও রাসায়নিক সার ব্যবহার বৃদ্ধি পাওয়ায় জমির জৈবিক ক্ষমতা হ্রাস পাচ্ছে। অপরদিকে ট্রাক্টর দিয়ে জমি চাষের পাশাপাশি ঐ ট্রাক্টর ব্যবহার করে কৃষকরা অনায়াসে মালামালও পরিবহন করছে। কিন’ এত সুবিধা পাবার পরও কৃষকদের মনে পূর্বের ন্যায় হাসি আর মুখে গান নাই।

আরও পড়ুন...

খাদ্যশস্য ধারণক্ষমতা ৩৫ লাখ মেট্রিকটনে উন্নীত করা হবে: নওগাঁয় খাদ্যমন্ত্রী

এনবিএন ডেক্সঃ  খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশের খাদ্যগুদামে খাদ্যশস্য ধারণ ক্ষমতা ৩৫ লাখ মেট্রিকটনে …