এনবিএন ডেক্স: গত সোমবার সকালে নওগাঁ ডিবি পুলিশ মহাদেবপুর উপজেলা সদর থেকে ৯৬ বোতল ফেন্সিডিল সহ একটি ট্রাক আটক করেছে। মহাদেবপুর থানার ওসি মাহমুদুল আলম জানান, নওগাঁ ডিবি পুলিশের এসআই আব্দুল ওয়াদুদ ও এএসআই আব্দুল মান্নান সকাল ১০ টার দিকে মহাদেবপুর উপজেলা সদরের মাসুদ ফিলিং ষ্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাক (ঢাক মেট্রো-ট-১৪-২২০৬) তল্লাশী করে ট্রাকের ভিতর থেকে ৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার ও ট্রাকটি আটক করে। তাদের উপসি’তি টের পেয়ে ট্রাকের হেলপার আত্রাই উপজেলার ভবানীপুর গ্রামের শহীদুল ইসলামের ছেলে সুমন (২০) পালিয়ে যায়। এব্যাপারে ডিবি পুলিশের এসআই আব্দুল ওয়াদুদ বাদী হয়ে মহাদেবপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস’লের পাশেই ট্রাকের ড্রাইভার শাহনাজ আলীর বাসা এবং ট্রাকটি তার জামাইয়ের। কিন’ পুলিশ শাহনাজ আলীকে এব্যাপারে কিছু জিজ্ঞাসাবাদ করেনি বা তাকে মামলার আসামীও করেনি। #
আরও পড়ুন...
নওগাঁয় চুরি যাওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধার— গ্রেফতার ৫
এনবিএন ডেক্সঃ নওগাঁয় চুরি যাওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধার সহ পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) …