এবিএন ডেক্স: নওগাঁর মহাদেবপুরে জোয়ানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজেন্দ্রনাথ ও ম্যানেজিং কর্মিটির সভাপতি ডাঃ জাহাঙ্গির আনছারীর বিরুদ্ধে অনিয়ম-দূনীতির অভিযোগ উঠেছে। ওই স্কুলের ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী সদস্য আব্দুল মান্নান ৫ ডিসেম্বর তাদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রেরন করেন। অভিযোগের সূত্রে প্রকাশ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি যোগসাজসে পকেট কমিটি তৈরী করে ৭/৮ বছর ধরে স্কুলের উন্নয়ন ব্যহৃত করে আসছেন। টাকার বিনিময়ে অযোগ্য শিক্ষক নিয়োগ দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে স্কুলের শিক্ষার মান ক্ষুন করেছেন। ১০হাজার টাকায় পুরাতন কম্পিটার কিনে ৩৮হাজার টাকার ভাউছার তৈরী এবং ওই কম্পিউটার আজও অকেজু হয়ে পড়ে রয়েছে। স্কুলের প্রায় ৪০ ব্যান্ড পুরাতন ঢেউটিন টেনডার ছাড়ায় সভাপতি নিজেই ৬ হাজার টাকায় ক্রয় করেন, গভীর নলকুপের ড্রেনের সিমেন্ট মাখা পুরাতর ইট সভাপতির ছোট ভাইয়ের নিকট থেকে অবৈধ্য ভাবে প্রধান শিক্ষক ও সভাপতি ক্রয় করে স্কুলের কাজে নিয়ে আসেন। শিক্ষক নিয়োগের ১লাখ ৫০হাজার টাকার হিসাব দিতে ব্যথ হয় প্রধান শিক্ষক ও সভাপতি। এছাড়া চলমান কর্মিটির দাতা সদস্যের ২০হাজার টাকা ব্যাংক একান্টে জমা না দিয়ে প্রধান শিক্ষক নিজেই আর্তস্বার্থ করেছেন। এই অভিযোগের সূত্র ধরে স্কুলের সাবেক প্রতিষ্টার ছেলে এস এম মাহমুদুন নবী ভুট্টু স্থানীয় এমপির সুপারিশ নিয়ে তাদের বিরুদ্ধে ২৮ নভেম্বর জেলা শিক্ষা অফিসার বরাবর একটি অভিযোগ দায়ের করেন। যা তদান-ধীন রয়েছে। অভিযোগে আরও প্রকাশ, চলমান কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটি অনুমোদন এবং এই দূনীতিবাজ কমিটির সভাপতির অধিনে কোন শিক্ষক নিয়োগ না দেয়ার জন্য জোর দাবী জানান অভিযোগকারী। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আখতারুজ্জামান এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগ পাওয়া গেছে, খতিয়ে দেখার জন্য মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর প্রেরন করা হয়েছে। তদন- শেষে ব্যবস্থা নেয়া হবে। অপরদিকে জেলা শিক্ষা অফিসার অভিযোগের কপি পেয়েছেন স্বীকার করে বলেন, তদনে-র কাজ চলছে। অচিরেই এর প্রতিবেদন দেয়া হবে।#
Home / শিক্ষা / নওগাঁয় জোয়ানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কর্মিটির সভাপতির বিরুদ্ধে অনিয়ম-দূনীতির অভিযোগ
আরও পড়ুন...
নওগাঁয় শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা
এন বিএন ডেক্সঃ নওগাঁয় কোভিড-১৯ সময়ে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …